আমাদের কথা খুঁজে নিন

   

কুয়াশায় ফেরি পারাপার ব্যাহত

বিরোধী দলের অবরোধ শেষে তিন দিন পর মাওয়া হয়ে রাজধানীর সঙ্গে দেশের দক্ষিণ অংশের যান চলাচল শুরু হলেও ঘাটে পারাপার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের।

বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাটের সহকারী ব্যবস্থাপক শাহনেওয়াজ চৌধুরী জানান, শেষ রাত থেকে পদ্মায় ঘন কুয়াশা সৃষ্টি হওয়ায় ভোর ৪টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।
কুয়াশা না কাটা পর্যন্ত সব ফেরি বন্ধ থাকবে বলে জানান তিনি।
এদিকে বিরোধীদলের টানা ৭২ ঘণ্টা অবরোধের পরে শুক্রবার সকালে বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা দূর পাল্লার পরিবহনগুলো ঘাটে এসে আটকা পড়ছে। ফলে দুই ঘাটে সৃষ্টি হয়েছে যানজট। শীতের মধ্যে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।  

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।