আমাদের কথা খুঁজে নিন

   

ছেড়ে দে বাপ



ছেড়ে দে বাপ ছুটছি আমি ছুটছো তুমি ছুটছে জীবন কঠিন পথে বাঁচার তরে ছুটছি মোরা আজব সে এক উল্টোরথে। পেটের ক্ষুধা যাচ্ছে বেড়ে অভাব ঘরে আসছে তেড়ে মহাজন বলেন মাথা নেড়ে বসেছি এবার আসন গেড়ে। চাল ডাল আর তেলের দাম কিনতে সবার ছুটছে ঘাম মহাজন বলেন একটু থাম ডাকিসনে আর বাপের নাম। সবুরে নাকি মেওয়া ফলে পড়েছি সবাই গ্যাড়াকলে দুর্নীতি সব উপড়ে ফেলে ভাজবে কড়া গরম তেলে। আর পারিনা ছেড়ে দে বাপ বুঝেছি কেমন তোদের ঠাপ রাজনীতিতে তোরা শেষধাপ এবারের মতো করে দে মাফ্।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।