আমাদের কথা খুঁজে নিন

   

মেট্রো শহর ছেড়ে

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

মেট্রো শহর ছেড়ে শাফিক আফতাব................... এই মেট্রো শহর ছেড়ে চলে যাবে মফস্বল শহরের নির্জন লেনে বিশাল একটি বাড়ি করিব হাউজিং লোনে বাড়ির ধার দিয়ে চলে যাবে ঘাঘটের টলটল স্বচ্ছ জল প্রতিরাতে বৃষ্টি ঝরাবে আবহমান রঙিন মেঘের দল। প্রথম বর্ষায় নতুন মাছের মতোন অন্তে ধারণ করবে সত্তা আবহমান এক রমণী তুমি__ শরত বাবুর দত্তা অষ্থির বৃষ্টির মতোন উচ্ছ্বল আবেগের সুবাসে আর তাড়নায় প্রতিরাত্র ভরে দেবে দেশি__ আর প্রাচীন গন্ধি ভালোবাসায়।

মোড়ক খুলে তোমাকে দেখাবো শাশ্বত সুন্দর ওদিকে ফুলে ফলে ভরে যাবে বিবিধ বৃক্ষ মনোহর বজ্রগুণনে সরল অঙ্কের উত্তর মেলাবে তুমি তোমার আস্বাদে বড় উর্বর হবে পৃথিবীর মনোভূমি। এসো মেট্রো ছেড়ে আমরা চলে যাই গ্রামের নির্জনে টাটকা বাতাসে ঘ্রাণে ভালোবাসি, কাছে আসি,সুন্দর হই ভোরের স্নানে। ০৩.০৯.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.