আমাদের কথা খুঁজে নিন

   

চিকিৎসা অবহেলায় মামলার ক্ষেত্রে নীতিমালা কেন নয় : হাইকোর্ট

চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলার বিষয়ে নীতিমালা প্রণয়নে কেন নির্দেশ দেওয়া হবে না, তার কারণ জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। গতকাল বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মাহমুদ হাসানের দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র ও স্বাস্থ্য সচিব এবং পুলিশের মহাপরিদর্শককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী তানভীর পারভেজ ও হাবিবুর রহমান।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.