আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার জলাঞ্জলি

মুশতাহির কল্পবাবু

সেই শেষরাতে সবকিছু হয়ে যাবে শেষ হয়ে যাবে মলিন ভালবাসা যত ছিল তোমার আমার ঈশ্বরের ইঙ্গিতে: দুজনের মনদুটো জুড়বেনা আর, তখন- আমি আমার স্বপ্নগুলো দিয়ে দেবো তোমায় বুকের একচিলতে কোণে পুরে নিও তা সবার অলক্ষ্যে। । সেই শেষরাতে টিনচালে ঝমঝম বরষার সাথে বিষাদ আত্মা কাঁদবে অনেক রুগ্ন খাটের এপাশ ওপাশে, নির্ঘুমে অঝোরে ঝরবে অশ্রু একলা তোমাকে ভেবে, বুকের হাহাকার দমকা হাওয়ার স্রোতে- ভাসাবে তোমাকে, আমি জানি.. সেইরাতে উন্মাদিনীর মত কাঁদবে তুমিও, আর কষ্টগুলো জড়দেয়ালের আঘাতে ঘুরে ফিরে বিঁধবে তোমারই বুকে এসে বারবার। অশ্রুতে মুছে যাবে ভালবাসা ছার ! ! কিইবা করার ছিল আমাদের, বল? সমাজের চোখে যা ছিল নোংরা,অচ্ছুতএক প্রেমের সিদ্ধিসাগরে শুদ্ধ করেছিলাম তারে, রেখেছিলাম মনের আঙিনায় ঠিক আমাদের মন-গড়া শিশুটির মত তুলতুলে উদোম গায়ে যে ছুটে বেড়াত আমাদের কল্পনায় কাঁচা হলুদ রোদে, দুচোখের স্বপ্নগুলো কোঁকড়া চুলে বেঁধে হয়তবা ভুল ছিল তা-ই। সেই শেষরাতে ঈশ্বরের কাছে, ভাগ্যের কাছে, সমাজের কাছে পরাজিত দু মানব-মানবীকে ব্যাকুল হয়ে কাঁদতে দেখবে পৃথিবী ভুল করে ভালোবাসার জন্য, ভুলকে ভালোবাসার জন্য, অকালমৃত সেই প্রাণটির জন্য-তারা কাঁদবে। হে সমাজ ! হে ভাগ্য ! সেইরাতে পরাজিত হবে তোমরাও তোমাদের প্রাপ্য সকল ভালোবাসা আমি আমার মানবীর বুকে- লুকিয়ে দেবো যদি তা খুঁজে পেতে চাও তাকে সুখে রেখো শুধু। নতুবা মহাকাল সাক্ষ্য দিয়ে বলবে তোমাদের বিশাল সত্তা, বিস্তর বিধানের লিপিতে এক যুবক থুতু ছিটিয়েছিল প্রবল ঘৃনায় বিপুল বৈভবে নষ্ট নারীর মত বেঁচে রইবে তোমরা চিরকাল সেই শেষরাত হতে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.