আমাদের কথা খুঁজে নিন

   

ভুলে গেছি.....।

http://www.paybox.me/r/rihan

শেষ কবে তোমারে ছুঁয়েছিলাম-- ভুলে গেছি, ভুলে গেছি তোমার চোখে চোখ রাখার শেষ ক্ষণটুকুও, ক্ষয়ে ক্ষয়ে অস্পষ্ট হয়ে উঠেছে-- স্মৃতির পাতার এক একটা স্বর্ণালী অক্ষর, নিরূপায় আমি তোমার চিঠিগুলোর প্রত্যেকটা হাতড়ে বেড়াই-- অন্ধের মতো, তোমার একটুখানি শাব্দিক অনুভূতি পাওয়ার আশায়, হায়! বোবা চিঠি থাকে নির্বিকার, এক একটা চিঠি যেন এক একটা অবিনশ্বর বিষাদের দলিল, আমার শোকের পালে বেদনার হাওয়া জোগায়, নড়ে উঠি আমি, খুঁজে ফেরে মন-- শেষ কবে মাথা রেখেছিলাম তোমার কোলে, এলো চুলে তুমি এসে ছুঁয়ে গিয়েছিলে আমার অধরখানি, কী লাজুক আবেশে-- হায়! মনে নেই কিছুই, ভুলে গেছি সে ক্ষণ, ক্ষয়ে গেছে তোমার দেয়া আমার সিগারেটের অ্যাস্ট্রেটা-- বিষাদের ছাই জ্বলে সেথায় এখন, নিরূপায় আমি চুপচাপ বসে থাকি তোমার প্রিয়-- আমার রুমের সেই বেতের চেয়ারটায়, তোমার একটুখানি ঘ্রাণ-জড়ানো অনুভূতি পাবার আশায়, হায়! নিষ্প্রাণ বেতের চেয়ারে ছড়ায় না তোমার প্রাণের ঘ্রান, নড়ে উঠি আমি, খুঁজে ফেরে মন-- শেষ কবে তুমি বসে ছিলে এইখানটায়, শরীরখানি এলিয়ে দিয়ে, তাকিয়ে ছিলা আমার পানে, জগতের সকল প্রেম নিয়ে, হায়! মনে নেই কিছুই, ভুলে গেছি সে ক্ষণ, কেবল মনে আছে সে ক্ষণ তোমার বিদায়বেলার-- কেবল মনে আছে--আমার অস্তিত্বের চারিধারে এক অপার্থিব, অনুভূতি-ঊর্ধ্ব দ্যোতনার সৃষ্টি করে যাওয়া বিদায়বেলার তোমার সেই আপ্ত বাক্যখানি-- চলে গেলাম: ভালো থেকো তুমি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.