আমার কিছু আশা
কষ্টের শীতল আভাস পেয়ে
হারালো যেন নিরাশার বাঁকে,
তাই আমি চলেছি সব ছেড়ে অভিযাত্রী হয়ে অজানার উদ্দেশ্যে।।
তুমি আর পিছু ডেকো না।
"এই অগোছালো জীবনের বিচ্ছিন্নতা
মনকে বিষন্ন করে তোলে
এই নিঃসঙ্গ জীবনের নিঃসঙ্গতা পথ চলাকে আগলে রাখে"।।
তাই তুমি আর পিছু ডেকো না।
"এই ব্যথা ভরা হৃদয়ের ব্যথা পুনর্বাসিত হলো অতলে
মায়াবী চোখের কতনা ভাষা
ধুলোয় মিশেছে অবহেলাতে "।।
তাই তুমি আর পিছু ডেকো না।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।