আমাদের কথা খুঁজে নিন

   

কেউ কেউ হারায় না , "ফিরতে হবে না" নিশ্চয়তার অভাবে !

পরিবর্তনের জন্য লেখালেখি

হারানোর সব টুকু অধিকার ছিলো আমার । ছিলো কারণের আধিক্য দিন শেষের রোজ নামচায় । অভিভাবক সূর্য ডুবে গেলে অন্ধকারে চোখ ভিজেছে জোছনা সাক্ষী সেই সব নির্লজ্জ সমর্পণের । হারানোর সব টুকু সুযোগ ছিলো আমার । বাড়ি কিংবা লেন দেনের বাজারে লোপাট আমাকে কেউ মনে করতো কি না সন্দেহ ।

নাম কাটা গেছে স্মৃতির খাতা থেকে হেডমাস্টারের । হারানোর সব টুকু ইচ্ছে ছিলো আমার । তোমার নির্লিপ্ততা দারুন সক্ষম বেদনানাশক । স্থির অমাবস্যার মত তোমার গ্রহন । আমাকে ঢেকে দেয় আকাঙ্খিত ছায়াপথের ঘের ।

হারানোর সব টুকু কৌশল ছিলো জানা । তারপর ও মায়ার শৃঙ্খল অস্তিত্বের মূলে "ফিরতে হবে না"র কোন নিশ্চয়তা দেয়নি । অস্পৃশ্য তোমাকে ভালোবাসার জের ! ( উৎসর্গ ঃ ব্লগার অহংকারকে )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.