আমাদের কথা খুঁজে নিন

   

পাতাল রেল আইজও হইলো না



ঢাকা শহরে পাতাল রেল আইজও হইলো না। কবে হইবো কে জানে? কতেক যোগাযোগ পন্ডিত আছে আমাগো দেশে। তারা ক্য়, এত বড় বড় দালানের নীচ দিয়া কেমনো হইবো পাতাল রেল? আবার আরো কতেক আছে, তারা বলে, বন্যা হইলে তো পাতালে পানি ঢুকবো। আরে ছাগলেরা, তোরা ছাগল নিয়ে গবেষনা কর, কাঠাল পাতা নিয়া গবেষনা কর, কামে লাগবো। কলিকাতায় ১৯৮৬ সাল থেইকা পাতাল রেল চলতাছে সুন্দর ভাবে। এইডা ছাড়া কলিকাতার মানুষেরা এখন ভাবতেই পারে না। ১৯৭৬ সালে নাকি কাম আরম্ভ হইছিল। আমাগো পাতালের কাম কবে শুরু হইবো? বাইচা থাকতে দেখতে পারমু নি ভাইছাবেরা? কি কন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.