আমাদের কথা খুঁজে নিন

   

দাদাগিরি নয় সৌহার্দ্য



বাংলাদেশ একটি স্বাধীন স্বার্ভভৌম রাষ্ট্র ৷ একমাত্র প্রাকৃতিক দুর্যোগ ব্যতীত অন্যান্য সকল আভ্যন্তরিন সমস্যা সমাধানের ক্ষমতা এ দেশের সরকার ধারন করেন ৷ ইদানিং আসন্ন নির্বাচন প্রাক্কালে বিদেশী একাধিক দেশের কুটনীতিবিদরা এসে এদেশের আভ্যন্তরীন সমস্যাবলীর মধ্যে যেভাবে নাক গলাচ্ছেন ও প্রভাব বিস্তারের চেষ্টা করছেন তা নিতান্তই অনাকাংখিত ও অনভিপ্রেত ৷ মিথ্যা অজুহাতে পরিচালিত ইরাক যুদ্ধ এদের মুখোশ উন্মোচন করেছে ৷ নিন্দিত ও ধিকৃত হয়েছে সর্বত্র ৷ লুপ্ত ভাবমূর্তি পূনরুদ্ধারের জন্য এরা অবলম্বন করছে নানা কৌশল - বিশ্বজুরে ৷ এই উদ্দ্যেশ্যে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দেশে তারা সাহায্য পাঠাচ্ছে অনতিবিলম্বে ৷ পাশ্চাত্যের রাজনীতিক বা কূটনীতিবিদরা আমাদের দেশে ভ্রমনের জন্য আসেন - আমরা তাদেরকে সাদর অভিনন্দন জানাই ৷ কিন্তু তারা সুবুদ্ধির পরিচয় দিবেন যদি আমাদের প্রশাসনিক নীতি ও বিচারাধীন মামলা সম্পর্কে কোনো অবান্ছিত মন্তব্য করা থেকে বিরত থাকেন ৷ তাদের বক্তব্য ও ছবি আমাদের দেশের খবরের কাগজে সন্মূখ পৃষ্ঠায় স্থান পায় ৷ অথচ আমাদের দেশের প্রেসিডেন্ট বা প্রধান মন্ত্রী তাদের দেশে ভিজিটে গেলে তাদের ছবি ও বক্তব্য প্রথম পৃষ্ঠার পরিবর্ত্তে কাগজের শেষ বা মধ্যের পৃষ্ঠায় ক্ষুদ্রাক্ষরে ছাপা হয় ৷ আমাদের দেশের মিডিয়ার প্রতিবেদকরা ভ্রমনে আগত বিদেশী কূটনীতিকদের প্রতি অহেতুক গুরুত্ব প্রদর্শন করেন ৷ বাংলাদেশের আভ্যন্তরীন সমস্যা নিয়ে তাদের মতামত জানতে চেয়ে প্রশ্ন করাটা নিতান্তই অবান্ছিত ৷ কেন না এ ধরনের প্রশ্নাবলী তাদের মনে দাদাগিরির মানষিকতার জন্ম দেয় ৷ তারা মনে করে যে তাদের বক্তব্য এদেশের প্রশাসনিক ও রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ঠ প্রভাব ফেলবে ৷ আমরা স্বেচ্ছায় যেন তাদের কূটবুদ্ধির ক্রিড়নকে পরিনত না হই ৷ পৃথিবীতে বহু দেশ আছে যারা এসব দেশের প্রভাব মূক্ত থেকেও অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে ৷ পরিশেষে , দাদাগিরির মনোভাব পরিত্যাগ করে শুভ উদ্দ্যেশ্য নিয়ে তারা যদি সহায়তার হাত বাড়ান - তা হবে অত্যন্ত প্রসংশনীয় উদ্দ্যোগ ও জনগনদ্বারা অভিনন্দিত ৷

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.