জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... একটার পর একটা নিষ্ফল চুক্তি সরকার করেই যাচ্ছে। এটা কেমন কথা পৃথিবীতে কি আর উন্নত দেশ নেই যারা সাথে আমরা দেশের স্বার্থে বড় কোনো উৎপাদন খাতে চুক্তি করতে পারি।
তবে এসব নিষ্ফলচুক্তির বিরোধীতা বিরোধীদল ব্যতীত আমরা কেউ কিছু বলছি না শুধু দেখছি আর বলছি ভোটের সময় দেখা যাবে। সুশীল সমাজরাও চুপ।
আপনারা হয়তো বলবেন বিরোধীদল বিরোধীতা করছে তাদের নিজেদের স্বার্থে এটা আমি মানি কিন্তু তাতে যদি কিছুটা আমাদের স্বস্তি আসে বা দেশের উপকার হয় ক্ষতি কি কারণ আমি আর আপনিতো আর এমপি বা মন্ত্রি হতে পারবো না আবার হতেও চাই না অনেকে।
দেখুন, রাষ্ট্রের একজন দায়িত্ববান মন্ত্রি যখন বিএসএফ সীমান্তে নিরীহ লোকদের গুলি করে মেরে ফেললে বলে "রাষ্ট্র এতে চিন্তিত নয়"। এর আগেও ঘটেছে, এখনও ঘটছে, ভবিষৎতেও ঘটবে তখন শুনে খুবই দূঃখ লাগে। এর জন্য কি দেশকে স্বাধীন করছি আমরা।
পরিশেষে বিএসএফ প্রধান ও আমাদের মন্ত্রি সৈয়দ আশরাফুল ইসলাম সুর একই সেটাই বুঝা গেল।
কয়েকটা যুদ্ধাপরাধীদের বিচার করে সরকার সাফ্যলের শিখরে উঠতে চায়, কথায় কথায় এই একই কথা।
ভাল কথাও অনেক সময় বেশী শুনতে ভাল লাগে না। আমাদের দেশকে বিকিয়ে দেওয়া হচ্ছে, সাধরণ মানুষ অসাধারণ কষ্টে আছে সে দিকে খেয়াল নেই,নেই কোন পদক্ষেপও।
বিস্তারিতঃ
সীমান্তে গুলি চলবেঃ
Click This Link
নবায়ন নয়, বরং ভারতের সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করতে চায় বাংলাদেশ। আর ভারত চায় বর্তমান বাণিজ্য চুক্তির অনির্দিষ্ট মেয়াদকাল এবং স্বয়ংক্রিয় নবায়ন।
দেখুন, আমাদের দেশকে আজীবন দাসত্ব করতে ভারতের কি ইচ্ছা।
ভারত সব পাবে ভারতকে উজার করে দিতে আমাদের সরকারে হস্ত সব সময়ই উপরের দিক থেকে নিচু করে রেখেছে। ভারত এক পা আগালে এই সরকার তিন পা আগায়।
এর থেকে বলা যায় ভারতের সব পাওয়াই সম্ভব যদি এমন পা চাটা সরকার থাকে।
বিস্তারিতঃ
Click This Link
ক্যু হলে হাসিনাকে ভারত হেলিকপ্টারে নিয়ে যেত : ইন্ডিয়া টুডের প্রতিবেদন
Click This Link
স্বাধীনতার মাসে শাহরুখ খান নাচ গান।
ভাষার মাসে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে হিন্দি গান ও কুরুচিপূর্ণ নাচ পরিবেশন বাংলা ভাষা ও সংস্কৃতিকে অবমাননা করা।
সব কিছুতেই এখন এক চক্ষু বিশিষ্ট দানবের চেহারা দেখতে পাই......
যারা দেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে নিজেদের দল ও দলীয় লোকের স্বার্থ ব্যতীত আর কিছু বুঝে না, বুঝতে চায় না।
এতো কিছুতে প্রশ্ন জাগে ভারত আসলে কি চায়...
বন্ধত্ব, বাণিজ্য নাকি দাদাগিরি....
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।