আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএল এ ভারতীয় ক্রিকেটারদের খেলতে না দেওয়া । ভারতীয় বোর্ড কি ভীত? নাকি এটাও তাদের দাদাগিরি?

Sometimes people deserve to have their faith rewarded. বিপিএল বাংলাদেশ এর প্রথম ঘরোয়া T-20 ক্রিকেট টুর্নামেন্ট। ইতমধ্যেই দল ও খেলোয়াড় বেচা-কেনা সম্পন্ন হয়েছে। অস্ট্রেলিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ওয়েস্টইন্ডিজ, নিউজিল্যান্ড ,সাউথ আফ্রিকা সহ ICC এর অনন্য সহযোগী দেশগুলোর ক্রিকেটারও এতে অংশগ্রহণ করছে । কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ( বলা ভালো ক্রিকেট পাগল দেশ) ভারত ই এতে অংশগ্রহণ করছে না। ভারতীয় ক্রিকেটার দের অনুমতি ই মেলেনি ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে।

IPL এর জনপ্রিয়তা কারোর ই অজানা নয়। IPL এ গিয়ে আমাদের সাকিব ও মাঠ মাতায় এসেছে। কিন্তু তার আগের বার আশারাফুল এবং মাশরাফি এর সাথে চুক্তি করেও তাদের খেলানো হয়নি। সেইটা দল গুলোর নিজেদের ব্যাপার। কিন্তু ভারতীয়দের বাংলাদেশ এ খেলতে অনুমতি না দেয়ার পিছনের যুক্তি কি? ভারতে ক্রিকেট জনপ্রিয় কোন সন্দেহ নেই।

কিন্তু বাংলাদেশ এও ক্রিকেট কোনও অংশে কম জনপ্রিয় না। BPL এর দর্শক ভরতি গ্যালারি ই আবারো তার প্রমান দিবে। আর ওয়ার্ল্ড কাপ এর সময় তো তা প্রমানিতই। তাহলে কি ভারতীয় বোর্ড ভীত যে BPL জনপ্রিয় হয়ে গেলে তাদের IPL এর দর্শক কমে যাবে? দর্শক কমে যাওয়াটা অস্বাভাবিক কিছুই না। একই বনে যেমন দুইটা রাজা থাকতে পারেনা।

তেমনি উপমহাদেশে BPL জনপ্রিয় হলে IPL এর দর্শক কমাই স্বাভাবিক। পাকিস্তানি প্লেয়ার রা ভারতে খেলতে পারেনা। ফলে ওদের দর্শকরা আমাদের BPL দেখবে IPL না দেখে,সেটাই স্বাভাবিক। বাংলাদেশ তো BPL কেই প্রাধান্য দেবে বেশি। শ্রীলঙ্কারও মুরালিধরন, জয়সুরিয়া সহ অনেক প্লেয়ার BPLএ আসছেন।

ফলে শ্রীলঙ্কার দর্শক ও ভাগ হয়ে যাচ্ছে। এখন যদি ভারতীয়রা এ দেশে খেলতে আসে, তাহলে IPL এর দর্শক সংখ্যা অবশ্যই কমতে বাধ্য। সেজন্য ভারতীয় বোর্ড আগে থেকেই প্লেয়ার দের উপর নিষেধাজ্ঞা দিয়ে রাখলো যাতে তারা খেলতে আসতে না পারে। BPL এর জনপ্রিয়তার ভয় এই নয় কি আর একটি কারন থাকতে পারে যা হল ভারতীয় বোর্ড এর সম্ভাব সুলভ দাদাগিরি !!! ক্রিকেট এ তারাই সব চেয়ে প্রভাবশালী এবং ধনী বোর্ড। টাকা টাই যাদের কাছে মুখ্য।

এখনও পর্যন্ত বাংলাদেশ ভারতে কোন full সফর এ যায়নি। বলা বাহুল্য ভারতীয় বোর্ড ই আমন্ত্রন জানায়নি। কারন অবশ্যই টাকা। অন্য দল আসলে মিডিয়া থেকে বোর্ড যে পরিমান টাকা পাবে তা বাংলাদেশ গেলে পাবেনা। তাই বাংলাদেশ দল এর কারোর ই ভারতের মাটিতে টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়নি।

কবে হবে সেটা ও বলা মুশকিল !! এই জন্য ভারতীয় বোর্ড ও চেপে থাকতে পারে যে খেলতে দিবনা আমাদের প্লেয়ার দের। !!! তবে আমার নিজের কাছেই মনে হয় এটা একটা খোঁড়া যুক্তি! তারা যদি ইংল্যান্ড এ যেয়ে খেলতে পারে তাহলে এখানে আসতে সমস্যা কোথায়? মূল ঘটনা যেটাই হোক, ভারতীয় বোর্ড অবশ্যই চায় না BPL জনপ্রিয় হোক। তাদের পত্র পত্রিকায় খেলার খবর ও আসবে নাকি সন্দেহ!! দোয়া করি BPL যেন IPL থেকেও বেশি জনপ্রিয়তা লাভ করে। মাঠে যেয়ে জনপ্রিয় করার দায়িত্ব আমাদেরই। ভুলে যাবেননা পার্শ্ববর্তী দেশ থেকে আমরা তেমন কোন সাহায্যই পাইনা।

তাদের মুখে জুতা মারার এখনই সময়!!! ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।