আমাদের কথা খুঁজে নিন

   

গোধূলি লগ্নে কিছু বিচ্ছিন্ন শব্দাবলী

- নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা -

রোদের মাঝে হেঁটে বেড়াই রোদ হয়ে জল ছুঁয়ে দিই জল হয়েই- তবুও কেনো বুকের মাঝে শূন্যাঞ্চল! মেঘের পানে দৃষ্টিতে ভাসি মেঘ হয়ে ঘাসের নরোমে ঘাস হয়েই- তবুও কেনো সত্তা কাঁপানো দীর্ঘশ্বাস! দলবদলের ভাবনা নেই দিনবদলের লগ্নে মেঘ ঘাস পাতা ডানা কোথায় নেই আমার আমি! ঝাপসা হয়ে ওঠে দৃশ্যগুলো- পরছায়ায় কাহার অস্তিত্ব!?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।