আজ নয়, হয়ত অন্য বরষায়,
ধরব তোমার হাত,আলতো মমতায়।
বিস্মিত লোলুপ দৃষ্টি তোমার অধরে
চায়ের পেয়ালায় শেষ তৃপ্তির চুমুকে।
সাঁঝের গোধূলিতে শীতের বিকেলে,
বারান্দায় আলসেমি সুরভী আঁচলে।
সুপ্রিয়া তোমার চোখের কাজলে
দ্বিধাহীন অপলক শূন্য চাহনিতে,
ক্ষীণ প্রশ্রয় বা মৃদু আহবানে
বন্ধক রেখে সকল ব্যস্ততা,
হারাবে বালক অন্য জীবনে ।
______________________
১০-২৬-১৩ ইং
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।