আমাদের কথা খুঁজে নিন

   

শুধু সমালোচনা নয়, আলোচনা হোক : বিষয় -- দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

জিনিসপত্রের দাম রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। গত জুলাইতে যখন দেশে গেলাম, শুনলাম জানুয়ারীতে যে চাল ছিল ২৪/২৫ টাকা সেটা তখন ৩০। গুঁড়োদুধের প্যাকেটের দাম আড়াইশ থেকে তিনশ পেরিয়ে গেছে। তেল ৬০, আটা ২৭/২৮, ডালের দাম তখনও আগের মতোই ছিল। এখন নাকি চাল ৪৫, কদিন পর নাকি ৫০ ছাড়িয়ে যাবে, নাকি গেছে? তেলতো ১১০--১২০, আটা ৪৫, গুঁড়োদুধ ৫০০ ছাড়িয়ে গেছে!! ডাল-পেঁয়াজও নাকি ৫০ এর আশেপাশে!!! মানুষ চলবে কিভাবে? বিশেষ করে গরীব মানুষেরা।

২০০৬ এর ডিসেম্বরে যখন দেশে গেলাম, ছোটআপার বাসায় গেলাম এক দুপুরে। আপা গরুর মাংস রাঁধছিল। হঠাৎ আপার কাজের মহিলাটি একটা বাটি বাড়িয়ে দিয়ে বলেছিল, "আপা, কয়টুকরা মাংস দেন। পুলাটারে মনে হয় এক বছরের বেশী হইছে একটুকরা মাংস খাওয়াইতে পারিনাই। " আপা চোখ ছলছল করে আমাকে বলেছিল, "দেখলি, দেশটা কই যাচ্ছে? চাল-ডাল কিনতেই ওর সব টাকা শেষ!" এখন হয়ত কাজের মহিলারা বাটি বাড়িয়ে মাংস চাইবেনা, ডাল পেলেই বর্তে যাবে।

এখন প্রশ্ন হলো, কেন এই অবস্থা? সবাই একাধারে বর্তমান তত্বাবধায়ক সরকারকে দোষ দিচ্ছে, যেন এরা বিদেয় হলেই সব ঠিক হয়ে যাবে!! কিন্তু এখনও দেখতে পাচ্ছিনা কোন বিশ্লেষণ, কেন এরকম দেড় দুইগুন বেড়ে যাবে জিনিসপত্রের দাম, মাত্র একবছরে!! প্রশ্ন হলো, দোষ দেয়া যায়, কিন্তু প্রতিকারের কথাটা কিন্তু কেউ বলতে পারছেনা। কারণ জানতে চাইলে, কেউ বলছে সিন্ডিকেটিং, কেউ বলছে সরকারের সাথে বিশ্বব্যাংকের সখ্যতা, কেউ দুষছে ভারতক কেউ বলে সিডরের ক্ষয়ক্ষতি। প্রতিকার জানতে চাইলে অধিকাংশ লোকেই চুপ হয়ে যায়, কেউ বলে এই সরকার গিয়ে গণতান্ত্রিক সরকার আসলেই ঠিক হয়ে যাবে? কেউ বলে ভারতের সাথে ঠিকমতো কূটনীতি করতে পারলেই হবে। কিন্তু কিভাবে? আরেকটু উদাহরণসহ জানতে চাই। মনে রাখবেন, আমরা যারা এখানে ব্লগিং করি তাদের প্রায় সবারই ইন্টারনেটের মতো বিলাসিতার পেছনে খরচ করার সামর্থ্য আছে, অর্থাৎ, খাবারের দামের এই ঊর্ধগতি আমাদের সেরকম দুশ্চিন্তায় ফেলছেনা।

তাই একটু সমালোচনা করে তারপর কফিকাপ হাতে টিভির সুইচ অন করে সহজেই আমরা আত্মতৃপ্তি পেতে পারি। কাউকে বকাঝকা করাটা বেশ আনন্দের, বিশেষ করে সরকারকে। কিন্তু এতে কোন পরিবর্তনই আসবেনা, অবস্থার উন্নতি হবেনা সামান্যও। আসুন, আলোচনা করুন, সমাধানের পথ বের করুন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.