ইদানিং খুব ঘাস খাই আর নির্বোধ গরু হয়ে উঠার স্বপ্ন দেখি,বঙদেশে গরুদের জন্য সব লক্ষীই হাত পেতে আছে ।রাষ্ট্র ও সমাজযন্ত্র যখন সংকরিত গরুর গোয়াল ।
একটি দিন
প্যান্ডোরা বলেছিলাম তোমাকে,
গ্রীক আজগুবী মিথটির লেজটুকু সযত্নে কেটে ফেলে,
গল্পটি ততক্ষনই সত্য যতক্ষন সুন্দর ছিলো!
যতক্ষন স্বর্গ মর্ত্যের (নরক শব্দটিকে আবশ্যিকভাবে হত্যা করে)
সকল সুন্দর সযত্নে তুলে একজন তুমি হও।
আকাশছোয়া ছাদে আকাশ যেন আকাশ হতে পরে যায়
আর তুলির ছিটের মত মিটমিটে সব তারা
তারাও ছোটে আরও নীচে জড়িয়ে ধরবেই প্রেমকে
(আর তোমাকে!)
নাগরিক রাস্তায় মুড়ির টিন ভকভকে খকখক কাশতে থাকা
ফুটপাথ নেশাগ্রস্তের ঢুলুঢুলু নষ্ট স্বাপ্নিক দৃষ্টি
পোড়াডিজেলের পারফিউম নর্দমায় সাতড়ানো সদ্যজাত
চিত্রকল্পরা হয়ত এই সময়ে জীবনানন্দ,সুধীন দত্ত বা আজাদ
হয়ে উঠে না।তবুও
কোনো মিথ নয়,কবিতাও নয় আকাশের চিত্রকল্পও নয়।
বিষাক্ত নিষ্ঠুর শক্ত গদ্যেও তুমি প্যান্ডোরা!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।