এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
একসাথে দুজনে বৃষ্টিতে,
ভিজে একাকার,
ভালবাসা নয়নে আজও তোমার আমার,
এখন গোধুলী সময় মন যেন কিছু চায়, জানারা পাখি হয়ে উড়াল দেয় অজানায়,
আসে যদি কালবৈশাখী ঝড়,
বলতোকি হবে তারপর,
মনে দুজনারই প্রেমের মোহন,
আসে এখন যদি কোন ঝড়,
ঝড় আসবে আসুক তাকিয়ে থাকতে চাই এ দু নয়নে ভয় করিনা কোন,
ঝড় জানেনা ভালবাসার মানে,
আজ এই গোধুলী লগন,
পাশাপাশি বসে দুজন,
আছে কিছু যেমন,
এই ভয় আছে এখন,
আসে যদি যদি কালবৈশাখী ঝড়,
যা হবার হোকনা তারপর,
মনে দুজনারই প্রেমের মোহন,
আসে এখন যদি কোন ঝড়...
পুরো গানটা নামাতে এখানে ক্লিক করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।