আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় গান বন্যার গান

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

রবীন্দ্রনাথের শেষের কবিতায় একটা কথা আছে, “পৃথিবীতে হয়ত দেখবার যোগ্য লোক পাওয়া যায়, তাকে দেখবার যোগ্য জায়গাটি পাওয়া যায় না”। (লাবন্য ও অমিতের প্রথম দেখা বার কালে)। ঠিক একই কথা খাটে গানের ক্ষেত্রে। আমার মনে হয়, “পৃথিবীতে হয়ত শোনার জন্য যোগ্য গান পাওয়া যায়, কিন্তু সেটা গাইবার জন্য যোগ্য গায়ক গায়িকা পাওয়া যায় না”। তেমনই এক গায়িকা রেজওয়ানা চৌধুরী বন্যা।

ওনার গলার এক অদ্ভুত মন ছোঁয়া মায়া আছে, যা আর কোন গায়ক বা গায়িকার গলায় নেই। প্রতিরাতে নির্ঘুম জেগে রই, একাকী। কানে বাঁজে বন্যার মধুর স্বরে রবীন্দ্রসংগীত। কম্পিউটার সিডিউল সাটডাউন সেট করে আমি ঘুমাতে যাই। বন্যার গানে ঘুমিয়ে পড়ি এক পর্যায়ে ঠিক যেমন ছোট বেলায় মায়ের আদরে ঘুমিয়ে পড়তাম।

একটি প্রিয় গান দিলাম আপনারদের উপহার। যদিও এটা রবীন্দ্রসংগীত নয়, অতুল প্রসাদের গান। আজ আমার শুন্য ঘরে আসিল সুন্দর, ওগো অনেক দিনের পর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.