আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় প্রথমবারের মতন ফরাসী নাটোৎসব

গভীর কিছু শেখার আছে ....

ঢাকা এবং ঢাকার বাইরে মঞ্চস্থ ফরাশি সাতটি নাটক নিয়ে আগামী ১৩ হতে ২০ মার্চ ঢাকা শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অলিয়স ফ্রসেজ, নাটুকে থিয়েটার এবং ফেইম স্কুল অফ ড্রামা যৌথ উদ্যোগে আয়োজন করতে যাচ্ছে আট দিনব্যাপী ফরাশি নাট্যোৎসব। ১৩ মার্চ বৃহস্পতিবার বিকাল ৫টা ৩০ মিনিটে উৎসব যৌথভাবে উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক কবির চৌধুরী,বিশিষ্ট নাট্যকার সাঈদ আহমেদ, প্রফেসর জিয়া হায়দার ও সব্যসাচী লেখক-নাট্যকার-কবি সৈয়দ শামসুল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তত্ত্বাবধায়ক সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশে ফরাশি অ্যামবাসাডর চার্লি কোজরে, নাট্যজন রামেন্দু মজুমদার,মামুনুর রশীদ, আবদুল্লাহ আল মামুন, শিল্পী সবিহ-উল আলম ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি ম.হামিদ। সভাপতিত্ব করবেন উৎসবের আহ্বায়ক জাক বুনা। সন্ধ্যা ৭টায় নাটক অস্তিগ,রচনায় জ অনুঈ, অনুবাদ করেছেন প্রফেসর জিয়া হায়দার, চিত্তরঞ্জন ঘোষ ও খাইরুল আলম সবুজ, পরিবেশন করবে ফেইম স্কুল অফ ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক, নির্দেশনা অসীম দাশ।

১৪ মার্চ শুক্রবার সন্ধ্যা ৭টায় নাটক কাঠগড়া, রচনা ফ্রান্স কাফকা নাট্যরূপ জ লুই বারেল্ট, অনুবাদ করেছেন রশিদ হায়দার, নির্দেশনায় অসীম দাশ, পরিবেশন করবে ফেইম স্কুল অফ ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক। ১৫ মার্চ শনিবার সন্ধ্যা ৭টায় নাটক বিয়ে বিড়ম্বনা,রচনা মলিয়ের, অনুবাদ কল্যাণ কুমার দত্ত, নির্দেশনায় অসীম দাশ, পরিবেশন করবে ফেইম স্কুল অফ ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক। ১৬ মার্চ রবিবার সন্ধ্যা ৭টায় নাটক ঘরজামাই,রচনা মলিয়ের, অনুবাদ নির্দেশনায় গোলাম সরোয়ার, পরিবেশন করবে ঢাকা থিয়েটার মঞ্চ। ১৭ মার্চ সন্ধ্যা ৭টায় নাটক কঞ্জুস রচনা মলিয়ের,অনুবাদ তারিক আনাম খান, নির্দেশনায় লিয়াকত আলী লাকী, পরিবেশন করবে লোক নাট্যদল। ১৯ মার্চ বুধবার সন্ধ্যা ৭টায় নাটক জর্জ দি রচনা মলিয়ের, অনুবাদ অরূপ রুদ্র এবং চিন্ময়গুহ, নির্দেশনায় অসীম দাশ, পরিবেশন করবে ফেইম স্কুল অফ ডান্স, ড্রামা এন্ড মিউজিক।

২০ মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় নাটক ভদ্দরনোক রচনা মলিয়ের, অনুবাদ ও নির্দেশনায় গোলাম সরোয়ার, পরিবেশন করবে নাট্যচক্র।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।