আমাদের কথা খুঁজে নিন

   

বস্ত্র হরণ (আলু)

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

খানাদানায় বরাবর ই সবাই কম বেশি বোঝেন ই তো। আর বেশির ভাগ বিয়া বাড়ীতে গেলে খানাপিনা খাইবার চাইতে নষ্ট করে বেশি। ওই যে মুরগীর রানটা, আর বাটি ভরতি সালাদ। তার পর দধি নয় কোক আহারে। এর পর শান্তি মত একটা সিগারেট।

পুরা পাংঙ্কা। কিন্তু যার কপাল খারাপ তার কপালে কি আর এগুলা আছে। বেশি কিছু না কপাল খারাপ হলে আর ঘরে খাবার কিছু না থাকলে আলুই শ্রেয়। এ আলু খেতে খেতে হঠাত করে আবিস্কার করলাম কি সুন্দর তার আবরন। কিছু কিছু জায়গায় আবার বরন টাইপের কিছূ আছে।

রং কিন্তু পুরা সাদা না হলেও তার কালার টা জটিল। এর বস্ত্রহরণটা হঠাত আবিস্কার করলাম। > প্রথমে একটি আলু আমার এই হস্তে > তার বস্ত্র হরনের জন্য আপনাদের লাগবে একটি "আলু কাটার" বা কি জানি কয় এটারে আমি জানি না। >আলুর বস্ত্রের দিকে আমার লোলুপ দৃষ্টি। কিন্তু আপনারা চাইলে এর বস্ত্র হরন না করেও এটাকে পানিতে দিয়ে সিদ্ধ করতে পারেন।

> কিন্তু আজ আমি এর বস্ত্র হরন করছি কারন আমি আজ আলু ভাজি খাবো। > আলু কাটারটি নিন,যদি না থাকে তাহলে ছুরি দিয়ে তবে বেশ সাবধানে এতে আপনার হাত কেটে যাবার সম্ভবনা আছে। > আজ আমার আলু কাটার নিয়েছে পাশের বাড়ীর করিম সাহেব। তাই আজ ছুরি দিয়ে এর বস্ত্র হরন করবো। > তবে আলু ধোয়া যাবে না।

এতে আপনার হাত কাটবেই কাটবেই। > তাই আমি আলু ধোবো না। > ছুরি আমার হাতে, আলু দিকে আমার দৃষ্টি। নিজেকে খুনি ভাবতে একটু ও ভয় লাগছে না। > ............................................ > হঠাত করে চালিয়ে দিলাম ছুরি।

> আস্তে আস্তে উপর থেকে নিচে। > আবার আলুকে হস্তে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে ছুরি চালালাম উপর থেকে নিচে। > এভাবে চললো দুই মিনিট। > আবিস্কার করলাম আলুর পুরা বস্ত্র হরন শেষ। নিশ্চিত হবার জন্য তাকে ভালো ভাবে ধুইলাম।

> আহারে তার গায়ে এক ফোটা বস্ত্র নেই। > কিস্তু আলুর কোন অহংকার নেই। বরং বাইরের আবরনের চেয়ে তার ভিতরের আবরন সুন্দর। আহারে কি সুন্দর ধবধবে দেখাচ্ছে। ........................................................ পনেরো মিনিট হইগেছে যাই দেকি ভাবী বোধ হয় কোনো তরকারী পাঠাবে।

ভাবছেন আলুর কি হইছে ? আর বইলেন না তার বন্ত্র হরনের পর এত সুন্দর আবরন দেকে তাকে কেটে কুচি কুচি করতে মন চাইলো না। তাই ফ্রিজে রেখে দিয়েছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.