আমাদের কথা খুঁজে নিন

   

স্বাধীনতার বস্ত্র হরণ...

অতি জ্ঞানিরা আমার ব্লগ থেকে দূরে থাকেন।

খুব অবাক হছেন কে আবার স্বাধীনতা কে নিয়া উল্লাসে মেতে উঠেছে...। আমার দেশে আজ রাজাকার রা রাজনীতি করে দেশের মন্ত্রী হয় আর তাদের পোশ্য অমানুষের আঘাতে স্বাধীনতা লুটিয়ে পরে খোলা মঞ্চে...আর সবাই মস্ত চোখে দেখল স্বাধীনতাকে বিবস্ত্র করার দৃশ্য...খবর প্রচার হলো...সবাই বলল বিচার চাই,আচ্ছা বিচার কি হলো? কে বলতে পারবেন খোলা মঞ্চে স্বাধীনতার সুর্য সন্তানদের লাথি মারার সুবিচার হয়েছে...। যাই হোক খবরটা যারা টিভিতে প্রচার করে আমাদের আসল রূপ দেখিয়েছেন তাদের ধন্যবাদ। এই দেশে আজ মুক্তিযোদ্দারা পথে পথে ভিক্ষা করে,তাদের কারো হয়তো আজ না খেযে ঘুমিয়েছেন।

মাঝে মাঝে খবরের কাগজ এ নিউজ আসে অমুক মুক্তিযোদ্দা না খেয়ে মারা যাচ্ছেন,কারও কারও ছবিও ছাপা হয়,দেখে মনে হয় কাঠের মানুষ...আচ্ছা এর নাম বুঝি স্বাধীনতা...যার কল্লানে আজ তাদের ভাতের বদলে লাথি খেতে হয়...আর রাজাকারা রাজার হালে থাকে....হায়রে আমার স্বাধীনতা। সবাইতো শেখ মুজিব কে চিনেন কেও কেও আবার জাতির জনক বললে চিনে...আচ্ছা যারা যারা চিনেন হাত তুলেন... কে স্বাধীনতার ঘোষক জিয়া নাকি মুজিব...যারা জিয়া তারা এক পাশে দারান আর যারা মুজিব তারা এক পাশে দারান...আচ্ছা ঠিক আছে এই বার রাস্তায় যান আর হরতাল শুরু করেন,দেইখেন রাস্তায় যাতে একটাও বাস না চলে আর যদি থাকে তবে মানুষ সহ আগুন জ্বালিয়ে দিতে হবে...কারন এই সব অভাগারা গিযে মুজিব আর জিয়ার কাছে পাঠাতে হবে না,যেমন পাঠিয়ে ছিলো তাদের...যারা জিতবে তাদের জন্য আছে অমূল্য পুরস্কার। স্বাধীনতা নামের একটা মেয়ে,যাকে বাজারে নামিয়ে আপনারা নিযেদের পকেট ভারি করেন। আর মাঝে মাঝে আপনাদের কেও কেও আনমনে বলে ওঠেন পাকিস্তান মুরদাবাদ...ভুল হইছে পাকিস্তান জিন্দাবাদ...। আমি শুধু জানি তারা মহান নেতা ও সৈনিক ছিলেন যাদের এই অভাগা দেশটার জন্য স্যতিকারের ভালবাসা ছিল...আচ্ছা কয়জন আমার সাথে হাত তুলবে আমার জানা নেই।

হা হা হা খুব হাসি পেলো যখন দেখলাম চার নেতার খুনিরা আদালত থেকে খালাস পায়...নিশ্চিই আজ তারা মিস্টি বিলাচ্ছে...আমার খুব ইছা করছে ঐ মিস্টি দেখতে... আমি দেখব ওতে রক্ত আছে নাকি...আমি অবাক হই শেখ মুজিব এর ঘাতকরা আজ কিভাবে মুক্ত ঘুরে বেড়ায়...কোথায় আজ তুমি স্বাধীনতা...আর কতবার তোমাকে খুযতে হবে...আর কতবার লুন্ঠিত হবে তোমার সম্মান... সব শেষে একটা মজার খেলা খেলি...খেলার নাম জেল জেল...খেলায দুই পক্ষ উপদেস্টা আর দুর্নীতিবাজ...খেলাই দুর্নীতিবাজরা জেল যাবে আর কযেকদিন পর কি হবে...বলুনতো...। এইটা পারলেন না...তারা বিদেশ যাবেন...আর ফিরে এসে আবার স্বাধীনতার বস্ত্র হরণ করবেন... আচ্ছা আমাদের কি কিছুই করার নেই... (আমি কি-বোর্ড এ নতুন বাংলা লিখি,ভুল হলে পরে ঠিক হয়ে যবে!!!!!)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.