আমাদের কথা খুঁজে নিন

   

কুফা লেগেছে



ব্রাদারানে সামহোয়্যার ইন আমার জন্য সবাই একটু দোয়া এবং দয়া কইরেন। আমার উপর মনে লয় কুফা লাগছে। সপ্তাহ তিন আগে মোটর বাইক এক্সিডেন্ট করে এট্টুর জন্যে বাঁইচ্যা আইছি, গতকাল আবার এক স্টেশন ওয়াগন ট্রাকের লগে লাগায়্যা ভচকাইয়া দিছি। কেউ আবার মনে কইরেন না আমি নবীশ, আমার ড্রাইভিং লাইসেন্স এক্সপায়ারই হয়ছে ২০০১ সালে এবং এই দুই এক্সিডেন্টের আগে আমি কোনদিন টোকাও লাগাইনি, পৃথিবী সাক্ষি। সুতরাং বুঝতেই পারতারছন কারো বদ নজরে কুফা লাগছে আমার উপর। দোয়া কইরেন বোন এবং ভায়েরা, আর ধর্মীয় ব্যক্তিত্বরা থাকলে এট্টুনফল নামাজ পইড়া দিয়েন এই অধমের জইন্যে... বড়ই ভয়ে আছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.