**তবুও কিছু কথা না বলাই থেকে যায়**
আজকে মনে হয় মাথার উপর সারাদিনই শনির দশা ঘুতেছিলো। সকাল থেকে শুরু হইছে সেই শনির ঘোরাঘুরি। কখন নাগাদ ঘুরা শেষ হবে কেঠায় জানে!!!আর আজকেই মনে হয় আমার সাথে ফাউল সব কিছু ঘটতে যাবে!! মেজাজ খানা বহুত খ্রাপ। এই মেজাজ খ্রাপ নিয়া ব্লগ কেমনে লিখতেছি সেটাই ভাবতেছি !!!
*ঘটনা১- পাশের বাসায় প্রতিদিনই একটা ছেলে ভাঙ্গা ভাঙ্গা গলায় গানের রেওয়াজ করে। যেই না তার গলা নাম তার পেয়ারা না জানি কি কে জানে!! সকালের ঘুমটাই যেন হারাম হয়ে যায়।
গতকাল সেই পিচ্চি ছেলেটারে ডাইকা কইলাম 'ভাই তুমার গান মাশাল্লাহ অনেক সুন্দর,তবে এক কাজ কর তুমি এখন থেকে বারান্দার দরজা লাগায় তারপর গাইবা। তা না হলে সবাই শুনে তোমার গলার দিকে নজর দিবো। এরপর আর সুন্দর করে গাইতে পারবানা। 'ওমা আজকে দেখি সে কই দরজা মরজা বন্ধ করে গাইবে তা না বারান্দায় আইসা রেওয়াজ করা শুরু করছে। হয়ত ভাবছে আমি তার গান শুনে মুগ্ধ হইছি।
অথবা তার গলার প্রশংসা করেছি সেইটা সত্যি ভাবছে, না জানি কি আল্লাহয় জানেন!!বড়ই আতঙ্কে আছি না জানি এখন থেকে প্রতিদিনই বারান্দায় আইসা গান করে কিনা!!!সকালের ঘুমের তেরোটা বাজে কিনা কে জানে!!!
ঘটনা২-গত কাল থেকে ঠিক করে রাখছিলাম বুয়ারে নিয়া আজকে বাসার সব কিছু ঠিক করবো, মোছামাছি করবো। সবকিছু নামাইলামও তারে নিয়া একসাথে গোছাবো বলে। কিন্তু তাহার জন্য অপেক্ষা করিতে করিতে তাহার আর দেখা মিলিলো না। সব শেষে এক হাতেই সব কিছু শেষ করতে হইলো। সবসময় এমুনি হয় যেদিন ঠিক করবো যে আজকে এইটা করবো।
কিন্তু কোন এক কারনে সেইটা ভেস্তে যায়। যাই হোক মনে মনে শুধু কইলাম 'আল্লাহ তুমি আমার জানের বুয়া প্রানের বুয়াটারে ভালো রাইখো'
ঘটনা৩-যেদিন কুফা লাগে ভালো করেই লাগে। বিকালে একটা কাজে বাইরে গেছিলাম। রিক্সায় ছিলাম। কই থেকে একটা গাড়ি ভুম করে পাশ দিয়া চলে যায়।
আর আমারে দিয়া যায় কিছু কাঁদা মিশ্রিত পানি। রাগের চোটে মন চাইতেসিলো ঐ বেটারে ধরি পিটাই। কিন্তু নিরুপায় আমি শুধু একটা কথাই মনে মনে কইতেসিলাম 'বেটা একদিন যেন তোরও এমন দশা হয় সেদিন বুঝবা কাঁদা পানি খাইতে কেমুন মজা লাগে '
ঘটনা৪-গত পরশু দিন ঠিক করেছিলাম বেশ অনেক দিনের জন্য এফবি আর ব্লগ থেকে ছুটি নিমু পরীক্ষার জন্য। কিন্তু যেইনা এই কথা ভাবছি ওমনি যেন আমারে এই দুইটা জিনিস আরও ভালো করে পাইয়া বসছে। কিছুতেই ছাড়তে পারছিনা।
সত্যি কথা আমি এদের ছাড়তে চাই কিন্তু এরাই যে আমারে ছাড়েনা। হ্যাভ নাথিং টু ডু। কিন্তু খুব ভালো করেই বুঝতে পারছি পরীক্ষায় বিশাল বিশাল দুইটা ঘোড়ার ডিম পাবো। নিশ্চিত আমি !!!!
ঘটনা৫-সবশেষে এই এক খান ঘটনা মিজাজ টারে আরও বেশি খ্রাপ করে দিসে। ব্লগেও যেন আজকে আমারে কুফা পাইসে।
মিজাজ খ্রাপের এই ঘটনা গুলা লিখতে লিখতে প্রায় শেষের দিকে তখন সেইভ করতে যাবো আজাইরা সেইভ তো হয়নাই দেখি সব লেখা মুছে গেছে। আমারে প্রথম থেকে আবারও লিখতে হইছে। মিজাজ অনেক অনেক খ্রাপ হইয়া আছে
***চা খাইয়া মেজাজ রে শান্ত করবার চেষ্টায় আছি ***
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।