আমি যখন যে দলের সাপোর্ট করি সেই দল হারবেই-তা হোক বাংলাদেশের কৃকেট কিম্বা পছন্দের দল মোহামেডান। এমনকি বিশ্ব কৃকেটে আমার প্রিয় দল শ্রীলংকাকে যদি সমর্থন জানিয়ে খেলা দেখতে বসি-তাহলে নির্ঘাত আমার দল হারবে। ফুটবলে আর্জেন্টিনা সাপোর্ট করি-আমার দল হারবে। ইংলিশ লীগে ম্যান সিটি সমর্থন করি-আমার দল হারবে। স্পেনীশ লীগে বার্সাকে সমর্থন করি বার্সা হারবে! আজ যখন বাংলাদেশের ব্যাটিং দেখছিলাম-তখন টপাটপ বাংলাদেশের উইকেট পরে যাচ্ছিল! ৬ উইকেট পরা পর্যন্ত খেলা দেখে টিভি বন্ধ করে দেই। ভালই চলছিলো। ছোট ভাইর কাছে যেই স্কোর জানতে ফোন করি সাথে সাথে আরো ২ উইকেটের পতন! এতোক্ষণ যাবত খেলা থেকে নিজের চোখ কান দূরে রেখেছিলাম-এখন বাংলাদেশের স্কোর ৩৬৫ উইকেট সেই ৮ টি! আগে আমি আমার প্রিয় দলের খেলা দেখলেই আমার দল হারতো-তাই টিভিতে খেলা দেখা ছেড়েই দিয়েছি। কিন্তু আমার ভাগ্যের শিকে ছিড়ছেনা বরং আরো খারাপ হচ্ছে। আগে শুধু খেলা দেখলেই হারতাম আর এখন প্রিয় দলের স্কোর জানতে চাইলেও হেরে যাই!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।