আমাদের কথা খুঁজে নিন

   

ডিজুস প্রেম' এর স্টলে রমণীদের উপচে পড়া ভীড় !

!!!

সুধারাম সাধু ও মধুরাম মাধুর সাড়া জাগানো রম্য ছড়ার বই `ডিজুস প্রেম' এবং রম্য উপন্যাস সমগ্র `লেডিস কিন্তু ফাস্ট' কিনতে প্রতিদিনই স্টলে থাকে রমণীদের ভীড় । কবিদ্বয় রমণীদের রূপের আগুনে পুড়ে পুড়ে ছাড়খাড় হয়ে যাচ্ছেন। সব বই-ই প্রায় শেষ.... সাধু মাধুর মোট চারটি বই পাওয়া যাচ্ছে ..... ১. ডিজুস প্রেম (রম্য ছড়া) - (৪র্থ মুদ্রণ) ২. আবারো ডিজুস প্রেম (রম্য ছড়া)- (৩য় মুদ্রণ) ৩. লেডিস কিন্তু ফাস্ট (রম্য উপন্যাস)- (৩য় মুদ্রণ) এবং এবারের নতুন বই- তবুও ডিজুস প্রেম (রম্য ছড়ার বই) কোথায় পাবেন- বইমেলার যেকোন গেট দিয়ে ঢুকেই চোখ কান বন্ধ করে সোজা হাঁটতে থাকুন। কিছুদূর হাঁটলেই বর্ধমান হাউস, যেখানে রয়েছে তথ্যকেন্দ্র। এবার তথ্যকেন্দ্রের ঘোষক/ঘোষিকার মুখের দিকে মুখ করে উপরের দিকে একটু ডান এঙ্গেলে তাকান। দেখবেন দুইটি বড় গাছ দেখা যাচ্ছে। ঐ চত্বরটির নাম `লিটল ম্যাগাজিন চত্বর'। দ্বিতীয় গাছটির নিচেই বসেন সুধারাম সাধু এবং মধুরাম মাধু। স্টল নং- ১৪, স্টলের নাম- শালুক। সাধু-মাধু'র দরবার স্টলের নাম: শালুক স্টল নং- ১৪ লিটল ম্যাগাজিন চত্বর (বহেড়া তলা) (তথ্যকেন্দ্রের পাশেই)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।