আমাদের কথা খুঁজে নিন

   

চোরকাঁটার ডিজুস ইশ্‌টাইল



কানে আধখান দুল, প্যান্ট পাছা ছাড়া বক্সার আন্ডিতে- ইশটাইল মারা!! চিমসানো ঝোলাখান, কেউ নেয় কাঁধে বিটকেল গন্ধতে পিঠে কেউ বাঁধে। হাই!! হ্যালো!!!! ও-খামাআন!! মুখে ভাজে বুলি; বাংরেজী বোলচালে আসে দাঁত খুলি জিএফ না বিএফ - তা, বুঝা বড় দায় মেয়ে ভেবে পিছু নিয়ে, পোলা ধরা খায় কানে হেডফোন আর পেনড্রাইভ গলে; শিক্ষিত ডিজুস রা ভার্সিটি চলে! আসল কথায় আসি, এই বার তবে; মোবাইল জমানা ছাড়া ডিজুস কি হবে?!! রাতভর চারআনা- রেটে চলে চাপা; কারো গলা ভারী ভারী, কারো কাঁপা কাঁপা। উশখুস সারাদিন রাত হবে কবে? আঁধারের সাথে ট্যাঁপী - টুম্পা যে হবে মোকলেস, ম্যাক হয়ে লেক্সাসে যায়! মোবাইলে টাকা ভরে টেম্পুতে ধায়। মুঠো ফোনে ডিজুসের- জানটা যে পোরা; ভুল তালে মাতে আজ, সব ছুড়ি- ছোড়া। চোরকাঁটা বলে, ওরে ডিজুসরা শুন; বদলের দিন চাই, ছাড় ধুনফুন!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।