.
কিছুক্ষন আগে ইউনাইটেড হাসপাতালে
এক নজরে মান্নামান্নার ভক্তদের জন্য)
নাম:এস এম আসলাম তালুকদার মান্না
জন্ম: কলেজ পাড়া টাঙ্গাইল
জন্ম তারিখ: ১ জানুয়ারি
২ ভাই ২ বোন। তিনি সবার ছোট
স্ত্রী:সীমা কাদের
সন্তান:সীয়াম
১ম ছবি: আজহারুল ইসলাম পরিচালিত তওবা
১ম মুক্তিপ্রাপ্ত ছবি:কাজী হায়াতের পাগলী
১ম প্রযোজিত ছবি:লুটতরাজ
অভিনয় করেছেন ২ শতাধিক ছবিতে
বিডি নিউজের আপডেট এরকম:
ঢাকা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মান্না মারা গেছেন।
রোববার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হলে সকালেই তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এস এম আসলাম তালুকদার মান্নার বয়স হয়েছিল ৪৮ বছর।
তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।
মান্নার ভগ্নিপতি সাবেক সাংসদ অবসরপ্রাপ্ত মেজর মঞ্জুর কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার দুপুর আড়াইটায় মান্না মারা যান। শনিবার রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। রোববার সকাল সাড়ে ছয়টায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। "
মঞ্জুর কাদের জানান, মান্নার স্ত্রী বাংলাদেশ বিমানে চাকরি করেন।
এই মুহূর্তে তিনি দুবাই রয়েছেন। তিনি ফিরলে তাকে দাফন করা হবে। মান্নার এক ছেলে রয়েছে।
৮০'র দশকে এফডিসির 'নতুন মুখের সন্ধানে'র মাধ্যমে বাংলা চলচ্চিত্রে মান্নার আগমন ঘটে। ১৯৮৪ সালে মুক্তি পাওয়া আজহারুল ইসলাম পরিচালিত 'তওবা' মান্নান প্রথম চলচ্চিত্র।
তবে নায়ক হিসেবে মান্নার উত্থান ৯০'র দশকের শুরুতে এসে। ওই সময় 'দাঙ্গা', 'ত্রাস', 'চাঁদাবাজ' নামে তিনটি হিট ছবির মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে আসর পাকাপোক্ত করে নেন তিনি।
এর পর একে একে অনেকগুলো ব্যবসা সফল চলচ্চিত্রে অভিনয় করেন মান্না। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, 'আম্মাজান', 'আব্বাজান', 'কাশেম মালার প্রেম', 'শান্ত কেন মাস্তান', 'প্রেম দিওয়ানা'।
মান্নার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা দুই শতাধিক বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
তিনি ছবি প্রযোজনার সঙ্গেও যুক্ত ছিলেন। চলচ্চিত্রে অশ্লীলতার বিরুদ্ধে আন্দোলনেও তার ভূমিকা ছিল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।