বহু শখ এবং হিসাব নিকাশ করিয়া সম্প্রতি ফিট এলিগেন্স হইতে বাকীতে (ক্রেডিট কার্ডে) একটি ব্লেজার ক্রয় করিয়াছিলাম। সর্বসাকুল্যে মাত্র দুইসপ্তাহ ব্লেজারখানা পরিধান করিয়াছিলাম। শালার লন্ড্রির চেংড়া পোলাপান প্রথম ধোলাই পরবর্তী ইস্ত্রী এর সময় ব্লেজারখানা পোড়াইয়া ফেলিয়াছে। এখন সে (মালিক সহ) আন্তরিক ভাবে মাফ, ক্ষমা, দয়া ইত্যাদি যাবতীয় মুল্যবান জিনিস চাহিতেছে।
আমি এ যাতনা সহিতেও পারিতেছিনা আবার ছাড়িতেও পারিতেছিনা। উল্লেখ্য ব্লেজার খানির মুল্য ছয় সহস্রাধিক টাকা এর উর্ধে, যাহা আমার মত মধ্যবিত্ত এর জন্য অনেক।
ব্লেজারখানা আর পরিধান করিতে পারিব না অথচ মাসে মাসে মুল্য পরিশোধ করিতে হইবে ভাবিলেই আমার মস্তিস্ক গরম ও হদয় বিদ্রোহী হইয়া উঠিতেছে।
এ অবস্থায় করনীয় কি তাহাও বুঝিতে পারিতেছিনা। কোন ভুক্তভোগী যদি জানাইতেন তবে কৃতঞ থাকিতাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।