.
রাহেলার বিষয়টি সম্পর্কে মনে করছি পাঠক অবগত আছেন। মাস কয়েক আগে ব্লগার মানবীর একটি আবেদনের পর Click This Link
অনেক ব্লগার আগ্রহ প্রকাশ করেছিলেন হতভাগ্য এই গামের্ন্টস কর্মীর খুনের ঘটনা জানার জন্য। অনেকে মায়া প্রকাশ করেছিলেন রাহেলার জন্য। তাদের জানার জন্যই ছোট্ট এই আপডেট।
আগে খোজ খবর নিয়েছিলাম এই সুত্রে পিপি কয়েক দিন আগে আমাদের কোর্টের প্রদায়কের মাধ্যমে জানিয়েছেন,মামলাটির কোন আলামত এখন আর সংরক্ষিত নেই।তদন্তকারি কর্মকর্তাও জানেন না আলামতগুলো কোথায় আছে।
মামলাটি নিয়ে আমার আগ্রহের কারণে স্ট্রিংগার ব্যক্তিগত ভাবে তাগিদ দিয়ে বলেছে আমি যেন লোকাল থানায় একটু তাগিদ দেই পুলিশকে। সে একই সঙ্গে জানালো এর আগের দফায় স্বাক্ষি হাজির না হওয়ায় শুনানী হয়নি। প্রমাণের অভাবে আসামীরা খালাস পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বলেও জানালেন ভদ্রলোক।
এখন ব্যপারটা এমন দাড়িয়েছে যে খুনিরা মুক্তি পেয়ে এই প্রশ্নও করতে পারে- রাহেলা কি আদৌ খুন হয়ে ছিল! ...যাদের নাম রাহেলাই মরার আগে জানিয়ে ছিল!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।