আমাদের কথা খুঁজে নিন

   

পাখি কেন ডিম পাড়ে



আমরা সবাই ডিম খেতে পছন্দ করি। কিন্তু আপনি কখনো কি ভেবে দেখেছেন, পাখি কেন ডিম পাড়ে? অধিকাংশ স্তন্যপায়ী, কিছু সরীসৃপ এবং কিছু মাছের জন্ম হয় সাতার কাটার সময়। কিন্তু পাখি ও কচ্ছপের বাচ্চা ডিমের খোলস ফেটে বের হয়। অন্য প্রাণীরা ডিম পাড়ে যা থেকে মায়ের দেহের বাইরে বাচ্চা জন্ম নেয়। স্তন্যপায়ী ও অন্য গ্রুপের প্রাণীদের বাচ্চা পূর্ণ হওয়ার আগ পর্যন্ত ভ্রণ ধারণ করার ক্ষমতা আছে।

এ পদ্ধতি হলো জরায়ুজ পদ্ধতি, যা বাচ্চা বহনে খুবই কষ্ট। বিজ্ঞানীদের ধারণা, জরায়ুজ পদ্ধতিতে বাচ্চা প্রসব করা পাখির জন্য খুবই কঠিন। কেননা মা পাখি বেশি ওজন নিয়ে আকাশে উড়তে পারে না। দ্বিতীয় কারণ হচ্ছে, ডিমের খোলস ও ডিম্ব নালি (বিশেষ করে পাখি ও কচ্ছপের) মায়ের দেহের ভেতর অক্সিজেন আদান-প্রদান করতে দেয় না। যার ফলে বাচ্চা ভেতরে লালন-পালন করা অসম্ভব।

এ সূত্র মতে, পাখির ভ্রণ প্রয়োজন মতো বাতাস এবং পরিবেশ পায় মায়ের দেহ থেকে বের হয়ে। হাসনাত হাওড়ী

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.