আমাদের কথা খুঁজে নিন

   

সুলতানা শিরীন সাজি’র "তাকে মনে পড়ে"- এই কবিতার সূত্র ধরে।

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

"তাকে মনে পড়ে" (সুলতানা শিরীন সাজি’র কবিতার সূত্র ধরে) "তাকে মনে পড়ে"- যত্ন করে রেখেছি তারে আমার মনের ঘরে। "তাকে মনে পড়ে"- আমার সকল কাজে সে যে হাতটা এসে ধরে। "তাকে মনে পড়ে"- শ্রাবণ রাতে ঝরঝরিয়ে বৃষ্টি যখন ঝরে। "তাকে মনে পড়ে"- ফাগুনদিনের এক বিকেলে যাচ্ছি রিক্সা করে। "তাকে মনে পড়ে"- বইমেলাতে এসে যখন আমায় খুঁজে মরে।

"তাকে মনে পড়ে"- সাদা শাড়ীর সাথে যখন লাল টিপটা পড়ে। "তাকে মনে পড়ে"- ভালবাসার মন্ত্রে সে যে আমায় বশ করে। "তাকে মনে পড়ে"- অভিমানের রঙধনু তার নিত্য হৃদয় জুড়ে। "তাকে মনে পড়ে"- ফুলের সুবাস ছড়িয়ে যে শুন্য বাগান ভরে। আমার তাকেই মনে পড়ে- মনের যত কষ্ট সে যে সুখের ছোঁয়ায় ভরে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.