আমাদের কথা খুঁজে নিন

   

চাকুরে



সেই ফুল রাতে ফোটে,নিঁখুত অন্ধকারে ঘুমময় চোখ নিয়ে রঙিন স্বপ্ন জোটে। মিশকালো পৃথিবীতে না চেয়েই বিষ জোটে খুঁজে তুমি পাবে না কোনো জোছনা জোয়ার, কালিতে পকেট ভেজা,পকেটে বাদাম ভাজা আজীবন গোলামি তবু নিজেকে ভাবছো রাজা! তারচেয়ে ভালো হবে বাঁচাও ফেরার ভাড়া, হেটে চলো বহুদুর,দ্যাখো আকাশ তারা। অফিসে দেখেছো দিন-তাকাও রাত্রি দ্যাখো। রাতঘুমে না চেয়েও অশরীরী ফুল আঁকো! সেই ফুল রাতে ফোটে,নিখুত অন্ধকারে ঘুমময় দুটি চোখে রঙিন স্বপ্ন জোটে। (গান ভেবে লেখা তবে পরে সুর করা হয়নাই)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।