আমার কাছে জিবন মানে একটা যুদব ক্ষেত্র। ভালোভসা হলো একটা উপলক্ষ জিবন চক্র চালানোর জন্য। সরকারি সেক্টরে মাতৃত্বকালিন ছুটি ৬ মাস করা হয়েছে কিন্তু করপোরেট সেক্টরে মাতৃত্বকালিন ছুটি এখোনো ৩ মাস ২০ দিন।প্রিয় করপোরেট চাকুরে বোনেরা আনার টাকাটা ঠিক মত বুঝে নিন এবং বাকি ১ মাস ১০ দিন ছুটি নিয়ে ঘরে থাকতে পারেন। টাকার সঠিক হিসাব: সর্বশেস ৩ মাসে প্রাপ্ত মোট টাকা / সর্বশেস ৩ মাসে মোট হাজিরা= ১ দিনের গর টাকা গুন ১১২ দিন। এই হিসেবে নিলে আপনার টাকা অনেক বেশি আসবে। ফলে বাকি দিন আপনি টাকা ছারা ছুটি ণিলেও সমস্যা হবে না। যেমন: জানুয়ারি-২০,০০০ মোট টাকা- হাজিরা-২২ দিন ফেব্রুয়ারি-২২,০০০ টাকা-হাজিরা-২০দিন মার্চ-২০,০০০ টাকা-হাজিরা-২১ দিন মোট টাকা-৬২,০০০টাকা/৬৩ দিন=৯৮৪ গুন ১১২ দিন= ১,১০,২২১ টাকা এই টাকাটা আপনি দুই ভাগে প্রাপ্য।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।