আমাদের কথা খুঁজে নিন

   

প্রিয় করপোরেট চাকুরে বোনেরা আনার মাতৃত্বকালিন ছুটির টাকাটা ঠিক মত বুঝে নিন।

আমার কাছে জিবন মানে একটা যুদব ক্ষেত্র। ভালোভসা হলো একটা উপলক্ষ জিবন চক্র চালানোর জন্য। সরকারি সেক্টরে মাতৃত্বকালিন ছুটি ৬ মাস করা হয়েছে কিন্তু করপোরেট সেক্টরে মাতৃত্বকালিন ছুটি এখোনো ৩ মাস ২০ দিন।প্রিয় করপোরেট চাকুরে বোনেরা আনার টাকাটা ঠিক মত বুঝে নিন এবং বাকি ১ মাস ১০ দিন ছুটি নিয়ে ঘরে থাকতে পারেন। টাকার সঠিক হিসাব: সর্বশেস ৩ মাসে প্রাপ্ত মোট টাকা / সর্বশেস ৩ মাসে মোট হাজিরা= ১ দিনের গর টাকা গুন ১১২ দিন। এই হিসেবে নিলে আপনার টাকা অনেক বেশি আসবে। ফলে বাকি দিন আপনি টাকা ছারা ছুটি ণিলেও সমস্যা হবে না। যেমন: জানুয়ারি-২০,০০০ মোট টাকা- হাজিরা-২২ দিন ফেব্রুয়ারি-২২,০০০ টাকা-হাজিরা-২০দিন মার্চ-২০,০০০ টাকা-হাজিরা-২১ দিন মোট টাকা-৬২,০০০টাকা/৬৩ দিন=৯৮৪ গুন ১১২ দিন= ১,১০,২২১ টাকা এই টাকাটা আপনি দুই ভাগে প্রাপ্য।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.