আর সবার মতোই আমি একজন সাধারণ মানুষ, তবে ভাল কিছু করতে চাই।
কাউকে ভালোবাসবেন?
ভালো কথা। বাসুন না। শুভেচ্ছা রইল আপনার জন্য।
তবে..................
হ্যা।
তবে.............।
একটা নয়। কয়েকটা শর্ত আছে।
ঠিক শর্ত নয়...... কয়েকটি জরুরি কথা: আসুন না জেনে নি:............
১)মনের সীমা:মনের দরজা টা খুলে দিননা। যেখান দিয়ে ভালোবাসার মানুষ অবাধে প্রবেশ করতে পারবে...............
২)মনের দৃষ্টি:মনের জানালা দিয়ে দেখুননা দূর বহুদুর পর্যন্ত.....
মনের জানালার কবাট টি খুলে দিন..................
৩)মনের কথা:মনের কথা টি বলে দিন না মনের মানুষটিকে।
কেন গোপনীয়তা?কেন সংকোচ? বলে দিননা প্রান খুলে...............
৪)রঙীনতা:প্রতিটা মুহূর্ত করে তুলুন না স্বপ্নের মত রঙীন করে।
হয়ত অনেকে স্বপ্নদেখা ছেড়ে দিয়েছেন। তাদের বলি.......কেন?এমন?মানুষ তো পরীক্ষা দিতে এসেছে ধরনীতে এটা ভুলে যান কেন?পরীক্ষার একটা ফলাফল আছে তো...হোকনা তা কাল...আপত্তি কেন?একটা দুইটা তিনটা অনেক অনেক স্বপ্ন হয়ত পুরন হ্য়না। কিন্তু এত স্বপ্ন দেখেছিলেন কেন বলুনতো?
স্বপ্নটা পূরন হবে এই আশায় ঠিক তাই না?
তাই সেই আশাটা আবার কাজে লাগাবো না কেন আমরা?
অনেক লিখতে ইচ্ছে করছে কিন্তু পারছিনা...যে!!!
যা বলতে চেয়েছিলাম ভালোবাসুন আপনার ভালোবাসার মানুষটিকে সব সীমা পার করে তবে খেয়াল রাখবেন তার বা আপনার ভালোবাসার এমন কোন পর্যায় চলে না আসে যা অগ্রহনযোগ্য হয়ে উঠতে পারে।
তবে যে আপনাদের ভালোবাসা যে সুনাম হারাবে/হারাতে পারে পবিত্রতা।
নিঃচয়ই আপনি তা চান না..
কথাটা শেষ বেলা মনে পড়ে যায়:
ভালোবাসা তো জলের মত..
দুহাত ভরা যায়না...
কখনও
আর তাই তো
ভালোবাসা কখনও হারায়না....
যারা শেষ বাক্যটির সাথে আমার বিপক্ষে তাদের জন্য বলি:
খোঁজ নিন,দেখুন এখনও সে আপনাকে ভালোবাসে....
আর তাই জীবনের প্রতিটা মুহূর্তে আপনার শুভ কামনা করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।