আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের ভালোবাসা বাঁচিয়ে রাখবে অপুর জীবন



লন্ডনে বসে অপুর অসুস্থতার খবর অন্যদের মতো আমাকেও বিমর্ষ কোরেছে । বারবার আমাকে ও তাড়িত কোরেছে আবারও সিলেট ফিরে যেতে । যদি আবার ও ফিরে যেতে পারতাম । আমাদের শাবিপ্রবির ছাত্রছাত্রীরা জানে কতটা ভালোবাসা ক্যাম্পাসের প্রতি । মনে পড়ে আনন্দ এ্যাকসিডেন্ট করার পরবর্তি দিনগুলোর কথা ।

জেমস্ এর গানের গীতিকারকে নয় আমরা বাঁচিয়ে ছিলাম আমাদের প্রিয়ব্ন্ধু আনন্দকে । তার ভালোবাসার নিমন্ত্রন আমাদের ঠিকই তাড়া করে নিয়েছিল সিলেট ওসমানী হাসপাতাল থেকে ঢাকার রাজপথে । ব্লাড ব্যাংক এ ৪২৬ ব্যাগ রক্ত জমা পেয়ে ডাক্তার শুধু বলেছিলো ,ছেলেটি কে ? ......শাবিপ্রবি ক্যাম্পাসের তেমনই এক মেধাবী ছেলে অপুকে ও বাঁচাতে চাই আমরা । ক্যাম্পাস থেকে যোজন মাইল দুরে আমাদের ভালোবাসাই হোক অপুর রক্ত কণিকার লাইফ গার্ড । ইউরোপ এর দর্শকরা চ্যালেন আই দেখুন আজ রাত ১০.৩০ মিনিটে ।

হয়ে উঠুন আমাদের একজন ভালোবেসে .........

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.