আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচিত পোস্ট ও গালিবাজি বিরুধিতা প্রসঙ্গে (রিপোস্ট)



মাহবুব মোর্শেদের পোস্টঃ নোটিশবোর্ডের পোস্টে লেখা আমার কমেন্ট (আমার ব্লগে অ্যাড করলাম) লিংকঃ Click This Link মাহবুব মোর্শেদ সমীপেষু, "সবার আগে সামহয়ারের নীতিমালায়, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধ বিষয়ে স্পষ্ট ঘোষণা দিয়ে একটি ধারা যুক্ত করা হোক। " ---------------------------> এই লাইনকটি থাকার পরও কেন- রাজাকার-শিবিরেরা এসে আপনার ওই পোস্টের প্রশংসা করে যায়? কেন, এ পোস্টকে কর্তৃপক্ষ নির্বাচিত পোস্ট করে??? আপনাদের কি মনে হয়- আরিল মহাশয় রাজাকার ইস্যুতে আমাদের মত সেন্সেটিভ??? আসলে আপনার এই পোস্ট- ঐ কথাগুলোর আড়ালে একধরণের দালালিতে পরিপূর্ণ। আপনি মডুদের রক্ষা করতে চেয়েছেন এ বলে যে, ".....সামহয়ার কিছু নেগেটিভ প্রপাগান্ডার শিকার"। এবলে কি আপনি এই ব্লগ কর্তৃপক্ষের মুখ রক্ষা করতে পারবেন? না-কি আপনিও নিজেকে ভণ্ড হিসাবে প্রতিপন্ন করলেন?? আরিল মহাশয়ও বিজয় দিবসে অনেক কথা বলে, ব্লগের ফ্রন্ট পেজে জাতীয় পতাকা দেয়,........ ব্লগের রাজাকাররাও অনেক সময়ই দেশপ্রেমের কথা বলে মুখে ফেলা তুলে ফেলে,............ নিজামীরাও এখন স্মৃতি-সৌধে ফুল দিতে যায়,............. আর, আপনিও মুক্তিযুদ্ধ-স্বাধীনতা বিষয়ক নীতিমালার দাবি তুলেন!!!!!!!!!!!!!!!!!! ভণ্ড কোথাকার। রাজাকারদের গালিগালাজ করা সোয়াবের কাজ।

এই মন্তব্যের উত্তরে আপনি বলেছেন: "আপনার যুক্তি তাহলে শুধু এই যে, যেহেতু রাজাকারদের সমর্থকরা একে সমর্থন জানিয়েছে সেহেতু এইটায় সমস্যা আছে? তাদের সমর্থন তো আমি চাইনি। আপনাদের সমর্থন চেয়েছিলাম। কিন্তু আপনারা তো এখনও চোখ বন্ধ করে গালাগালিই করে যাচ্ছেন। একটু চোখ খোলেন। দেখেন।

গালাগালি করে লাভ নাই। আরেকটা কথা সামহয়ার কর্তৃপক্ষকে আমি রাজাকারের সমর্থক মনে করি না"। --------------------------------> মাহবুব মোর্শেদ, আপনার পোস্ট পড়েই আপনাকে ভণ্ড মনে হয়েছিল। আপনার বোঝার জন্য প্রথম প্রশ্নখানি রেখেছিলাম- কেন রাজাকারদের এই পোস্ট ভালো লেগেছে? শোনেন, আপনাকে কেন ভণ্ড মনে হয়েছে- তা বলিঃ সঠিক কাজ/সঠিক কথাও কখনও কখনও বেঠিক আচরণ করতে পারে। সঠিকতা নিরুপনের জন্য তার পরিবেশ-প্রতিবেশ-উপযোগীতা এসম্পর্কিত জ্ঞান খুবই প্রয়োজনীয়।

উদাহরণ দেই- যখন বন্যার পানি এসে ঘরে প্রবেশ করতে উদ্যত হয়- তখন সঠিক কাজ হলো- সে পানি যাতে ঘরে ঢুকতে না পারে তার জন্য ইমিডিয়েট ব্যবস্থা নেয়া, ফাক-ফোকর বন্ধ করার চেস্টা করা; কিন্তু সে সময় চুপচাপ বসে যদি কেউ বলতে থাকে- আমাদের বন্যা নিয়ন্ত্রণের জন্য নদী-সমুহকে এই করা দরকার বা ঐ করা দরকার- তবে তার ফলাফল কি দাঁড়াবে? শত্রুর সাথে মুখপমুখি অবস্থায়- যে মুহুর্তে শত্রু আক্রমণ করতে উদ্যত- সে মুহুর্তে কি পাল্টা আক্রমণ ও আক্রমণ প্রতিহত করাই উচিত নয়? তা না করে কেউ যদি চুপচাপ তার সাথের লোকদের জ্ঞান দিতে থাকে- শত্রুদের বিরুদ্ধে আমরা কেন লড়াই করবো, বা ইত্যাদি নানাকিছু, তবে তার ফল কি হবে??? আপনি এই কমেন্ট করেছেন- নোটিশবোর্ডের পোস্টে। নোটিশবোর্ড তথা এই ব্লগ কর্তৃপক্ষ কেন- কোন কারণে ঐ পোস্ট দিয়েছে? সে পরিপ্রক্ষিত ভুলে যাওয়াটা দালালি ছাড়া আর কিছু মনে হয়না আমার। ব্লগে মুক্তিযুদ্ধ নিয়ে নীতিমালা তৈরি হোক- এটা এ মুহুর্তে নতুন করে বলা এ কারণে অপ্রয়োজনীয় যে, এটা সে মুহুর্ত নয়। এটা এমন এক মুহুর্ত যে, যখন পর্যন্ত ব্লগে মুক্তিযুদ্ধ নিয়ে কোন নীতিমালা নেই, বা কর্তৃপক্ষ সকলের হাজার দাবীতে সামান্য পরিমাণ কর্ণপাত করেনি। এটা এমন এক মুহুর্ত যে, পল্লব মুনতাকা-আওরঙ্গজেব-ওয়ামি-ওয়ালিদের দেশদ্রোহীমূলক পোস্ট থাকার পরও সেগুলো মুছে ফেলা হয়না- পল্লব মুনতাকা তার এক পোস্টে সরাসরি বলে ফেলল- মুক্তিযুদ্ধ ভারতীয়দের চক্রান্তের ফসল- এর পরও সে ব্যান হয়না; অথচ ব্যান হয় তারা- যারা সেসব রাজাকারদের বিরুদ্ধে একটি সংগঠিত কন্ঠ তুলে ধরেছিল।

এটা এমন একটা সময়, যখন 'আমি রাজাকার' নিককে সকলের দাবির মুখে ব্যান করতে বাধ্য হওয়ায় আরিল মহাশয় তার কাছে ক্ষমা প্রার্থণা করে এবং নতুন নিকে(পান্জেরী) আত্মপ্রকাশের আহ্বান জানায় ও সুযোগ করে দেয়। এরকম সময়ে আপনার পুতুপুতু গলায় নীতিমালার দাবিটিকে ভণ্ডামি ছাড়া আর কিছু বলতে পারছি না। কারণ এখন দাবি তোলার সময় নয়- এখন সময় কৈফিয়ত তলবের। অবশ্যই ব্লগ কর্তৃপক্ষকে সবকিছুর ব্যাখ্যা দিতে হবে। মাহবুব মোর্শেদ, আপনার এই কথা গুলো আপত্তিজনক- ".......কিন্তু আজ ব্লগে দেখলাম, বেশ কয়েকজন ব্লগারকে ব্যান করা হয়েছে।

তাদের সংখ্যা ১০এর অধিক বলেই আমার ধারণা। যাদের নাম এসেছে ব্যান তালিকায় তাদের অনেকেই ভাল ব্লগার। সাময়িকভাবে তারা হয়তো কোনো কারণে উত্তেজিত হয়ে পড়েছিলেন ফলে এই ব্যানের শিকার হয়েছেন। সামহয়ার নিশ্চয়ই তাদের নীতিমালাকে অগ্রাধিকার দেবে। কিন্তু সেই নীতিমালা প্রথমে প্রাপাগান্ডার হোতা ও বখাটেদের সর্দারদের শাস্তি দিলেই খুশী হতাম।

সাধারণ, ভাল ও মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্পিরিট নিয়ে উত্তেজিত হওয়া ব্লগারদের ব্যান কোনোভাবেই কাম্য নয়। পাশাপাশি তাদের ক্ষমাপ্রার্থনাও কাম্য নয়। দুই দিন পর হোক কি তিনদিন পর ভাল ব্লগারদের ব্যান থেকে মুক্তি দেয়া হোক এটাই আমার কামনা......" প্রাপাগান্ডার হোতা ও বখাটেদের সর্দারদের- বলতে আপনি কাদের বুঝিয়েছেন??? কেন দাবি তুললেন না- রাজাকার-জামাতিদের ব্যান করলেই আপনি খুশি হতেন!!!!????? আপনি শুরুই করেছেন এভাবে- " মূলত ব্লগের নীতিমালা উত্থাপন করে আপনারা যে আহবান জানিয়েছেন তাকে আমার সঙ্গত বলেই মনে হচ্ছে....। " এই বক্তব্য থেকেই কর্তৃপক্ষের সাথে আপনার দহরম মহরম সম্পর্কে ধারণা পাওয়া যায়। তারপরে আপনি বললেন- " একজন ব্লগার এগুলো ভালমতো পড়েই এবং অবশ্যই এর সঙ্গে একমত হয়েই ব্লগিং করতে আসনে।

যদি তিনি এই ধারাগুলো বা নীতিগুলো অস্বীকার করেন তবে ধরে নিতে হয়, তিনি ব্লগ কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি ভঙ্গ করেছেন। ফলে, তার আর ব্লগিং করার অধিকার নাই......." এবারে পরিস্কার হয় আপনার দালালি। ব্লগিং করার অধিকার নিয়ে জ্ঞান কপচানোর আগে - ন্যায়-অন্যায়ের অবস্থানটা পরিস্কার দরকার নয় কি? রাজাকারদের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে যদি ব্লগের রুলস ভঙ্গও করে তবে সেটা ন্যায় না অন্যায় হয়েছে বলে মনে করেন?? আপনাকে, ব্লগ কর্তৃপক্ষের চামচা হিসাবে সম্বোধন করে একটা কথা বলছি- ব্লগ কর্তৃপক্ষ সমস্ত কিছুর জন্য দায়ি। রাজাকারদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে তারাই ঐসব ব্লগারদের রুলস ভাঙ্গতে বাধ্য করেছে। এর দায় পুরাটাই ব্লগ কর্তৃপক্ষের।

দালালি তো সবার কাছে পরিস্কার!!! দালালির পুরস্কার পেতেও দেরি হয়না- পোস্টানোর প্রায় সাথে সাথেই নির্বাচিত পোস্ট!!!!!! যাহোক এবার ভণ্ডামির কিছু নমুনা দেই........। পোস্টের কটা কথার দিকে সবার দৃষ্টি আকর্ষণ করছি- "কিন্তু আজ ব্লগে দেখলাম, বেশ কয়েকজন ব্লগারকে ব্যান করা হয়েছে। তাদের সংখ্যা ১০এর অধিক বলেই আমার ধারণা। যাদের নাম এসেছে ব্যান তালিকায় তাদের অনেকেই ভাল ব্লগার। সাময়িকভাবে তারা হয়তো কোনো কারণে উত্তেজিত হয়ে পড়েছিলেন ফলে এই ব্যানের শিকার হয়েছেন।

"---> দেখেন এখানে মাহবুব মহাশয় বলেছেন "হয়তো কোন কারণে উত্তেজিত হয়ে পড়েছিলেন" - মোর্শেদ মহাশয়, আপনি কি নিশ্চিত নন- ওনাদের উত্তেজিত হওয়ার কারণ সম্পর্কে??? হয়তো বলছেন কেন??? এরপরে আপনি জানালেন- "সাধারণ, ভাল ও মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্পিরিট নিয়ে উত্তেজিত হওয়া ব্লগারদের ব্যান কোনোভাবেই কাম্য নয়। পাশাপাশি তাদের ক্ষমাপ্রার্থনাও কাম্য নয়। দুই দিন পর হোক কি তিনদিন পর ভাল ব্লগারদের ব্যান থেকে মুক্তি দেয়া হোক এটাই আমার কামনা"- >আপনার কথাকে এত দুর্বল ও পুতুপুতু শোনাচ্ছে কেন?? কাম্য- কামনা করছি-দুইদিন হোক তিনদিন হোক-- এসব কেন?? জোর গলায় দাবি জানাতে কি আপনার নীতিতে বেধেছে??? ভার্চুয়াল গুণ্ডা, প্রোপাগাণ্ডার হোতা ইত্যাদির বিরুদ্ধে গলার আওয়াজ যতখানি- রাজাকারদের ব্যানের ব্যাপারে ততখানি আওয়াজ নেই কেন???? তারপরে আপনি নীতিমালা সংক্রান্ত দাবি তুলে, আপনার বিখ্যাত বক্তব্য দিলেন- " ....স্বাধীনতা ও সার্বভৌমত্ব বলতে কী বোঝায় তাও সংজ্ঞায়িত থাকা প্রয়োজন" - এই সংজ্ঞায়িত থাকার প্রয়োজন কেন??? "এর মাধ্যমে যেন কেউ তার সংকীর্ণ দলীয়, ব্যক্তিগত ও টীমের স্বার্থকে রক্ষা করতে না পারে। এবং এটি ব্যবহার করে নিজের ব্যক্তিগত ক্ষোভের প্রতিশোধ নিতে গিয়ে যাকে তাকে যে কোনো তকমা এঁটে দিতে না পারে..। " নিজামী-সাঈদী-মুজাহিদদের কথা মনে`পড়ে যায়।

এ ব্লগের রাজাকার পল্লব মুনতাকা, আওরঙ্গজেব, আমি রাজাকার বা পান্জেরী, ওয়ামী....দের কথা মনে পড়ে যায়। তারাও স্বাধীনতা-সার্বভৌমত্ব সম্পর্কে আমাদের জ্ঞানদান করে। তারাও স্বাধীনতা-সার্বভৌমত্বকে ব্যক্তিগত-রাজনৈতিক স্বার্থে ব্যবহারের ব্যাপারে যারপরনাই উদ্বিগ্ন। তারাও গালিগালাজের বিরুদ্ধে সোচ্চার। তবে পল্লব মুনতাকার সাথে আপনার পার্থক্য হলো- সে সরাসরি বলতে পারে।

আপনি পারেন না। সে সরাসরি বলে- মুক্তিযুদ্ধ কেন আমাদের জন্য কি দুর্ভোগ বয়ে নিয়ে এসেছিল। আর আপনি দুলাইন পরপর জানান দেন বা চ্যালেঞ্জ করেন- "তোরে তো এইটাও চ্যালেঞ্জ করছি যে, রাজাকারদের পক্ষে আমার একটা লাইন বের করে দে। ভুলে গেলি? উপরে দেখ। তোর কমেন্টের নিচেই আছে।

তোরে তিন দিন সময় দিলাম। " ভণ্ড কোথাকার!!!!!!!! "যারা সামহয়ারের সঙ্গে চুক্তি করে ব্লগিং শুরু করছেন তা ভঙ্গ করলে তাদের ভুগতে হবে" --------------------------> এ কথাটি বারবার বলার উদ্দেশ্য কি???? আপনি এ কথা বলার কে??? আপনি কি কর্তৃপক্ষ?????????? ভুগা মানে কি??? মনে রাখবেন মোর্শেদ মহোদয়, আমাদের কাছে- ব্লগিং টা জীবনের চেয়ে বড় কিছু না। আমাদের ইমোশনের চেয়ে বড় নয়। রাজাকারদের বিরুদ্ধে কথা বলে যদি আমরা ব্যান হই- সেটাকেই অনেক সম্মানকর বলে মনে করি। দেখুন না, ব্যান হওয়ায় কত জন ব্লগার তাদের পাশে কিভাবে এসে দাঁড়িয়েছে!! শ্রদ্ধায়-ভালোবাসায় কিভাবে আপন করে নিয়েছে!!!!!! আর আপনি বলছেন ভুগা?????????!!!!!!!!!! মাহবুব মোর্শেদ সাহেব, দেখেন এই ব্লগের নিয়ম/রুলস সবাই জানে।

এবং এই ব্লগের মালিক যেমন আরিল সাহেব, তেমনি এই রুলসের মালিকও তিনি। ফলে- তিনি তাঁর ইচ্ছামতন রুলস রাখবেন- ইচ্ছামত ব্যান করবেন; এটা সবাই জানে। কিন্তু, আপনার মনে হয় এটা জানা নেই যে, এই ব্লগের মালিক আরিল সাহেব হতে পারে-ব্লগের প্রাণ কিন্তু ব্লগাররাই। সেই ব্লগাররা যদি- রাজাকারদের সাথে সহাবস্থান করতে না চায়- তবে তাকেই সিদ্ধান্ত নিতে হবে- সা.ইনের অবস্থান কি হবে- রাজাকার মুক্ত ব্লগ নাকি শুধু রাজাকারী ব্লগ (সেক্ষেত্রে অবশ্য আপনাকে পাওয়া যাবে - সুশীলদের প্রতিনিধি হিসাবে!!)। এবং সেটি ডিক্লারেশনের আগ পর্যন্ত যতক্ষণ সুযোগ আছে- রাজাকারদের বিরুদ্ধে আমরা ফাইট চালিয়ে যাবো।

আরেকটি কথা আপনাকে বলি- রুলস ভঙ্গের কারণে ভুগার কথা যেটা বললেন- তার বিপরীতে দেখেন- কত ব্লগার স্বেচ্ছায় ব্লগ ছাড়ছেন, কত ব্লগার বিরতিতে গেছেন। ফলে রুলস ভাঙ্গলে ভুগতে হবে এরকম কথা বলার আগে আমাদের কথা শুনে ও বুঝে নিন- আরিল, কর্তৃপক্ষ ও আপনার মত চামচারা রাজাকারদের কোলে নিয়ে একইভাবে বসে থাকলে- আমরাই এই ব্লগকে ছুড়ে ফেলে দিবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.