আমাদের কথা খুঁজে নিন

   

নীতিমালা....

মাঝে মাঝে মনে হয় বেরিয়ে পড়ি 'একতারা'টা হাতে নিয়ে......"দরবেশ বানায়া দাও মাওলা.........দরবেশ বানায়া দাও। । । "

অনেক ব্যান ব্লগারের আনব্যান দেখে খুবই ভাল লাগছে। ।

। আনন্দ আনন্দ। । । অনেক ব্লগারের সাথে একমত যে দেশ বিরোধী কোন পোস্ট দেয়া যাবে না...প্রথম পাতায় এলেই তা যেন সাথে সাথে সরিয়ে নেয়া হয় ব্যাখ্যা সহ কেন সরানো হল।

একই সাথে জোরালো ভাবে....খুবই জোরালো ভাবে আবেদন থাকেব, কোন ধর্মকেই (ইসলাম, খীস্টান, হিন্দু, বোদ্ধ...অন্যান্য) আঘাত করে করা কোন পোস্ট কে যেন প্রথম পাতায় আসতে দেয়া না হয়....কোন কারনে চলে এলেও তা যেন সাথে সাথে সরিয়ে ফেলা হয়। হতে পারি আমি ধর্ম বিশ্বাসী...হতে পারি আমি ধর্মে অবিশ্বাসী...তাই বলে কোন অধিকার নেই আর কারো ধর্ম বিশ্বাসে আঘাত করার। । আশাকরি কতৃপক্ষ নীতিমালা করার ক্ষেত্রে এদিকটা খেয়াল রাখবেন। ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.