আমাদের কথা খুঁজে নিন

   

নেতার নীতিমালা (!!!)

রাজনীতিবীদদের ঘৃণা করি---

ভোটের আগে ভোট হবে শান্তিপূর্ণ ভোট হবেনা চুরি, এবার সবাই ভোট দিবে যুবা-বৃদ্ধ-বুড়ি। ভোটে জিতলে করব রাস্তা সাহায্য আসবে বস্তা বস্তা, দুঃখের সময় পাবেন পাশে বৈশাখ-জ্যৈষ্ঠ- চৈত্র মাসে। আছে যত অনাচার হব আমি যম তার, আছে যত ছিঁচকে চোর লুকাবে গর্তের ভেতর। নাই আমার কোন বাড়ি রিকশায় চড়ি, নাই যে গাড়ি; আছে মোটে ২ টি জামা ১টি প্যান্ট আর পায়জামা। সকালে বের হই, রাতে আসি সবার মুখে চাই যে হাসি, ভোট এবার আমায় দিবেন সুখ পাখি কিনে নিবেন।

ভোটের পরে নেতার ডায়ালগ ওরে তোরা কোথায়রে সব? শুরু কর জয়োৎসব, বইয়ে দে শরাবের নদী পোক্ত এখন আমার গদি। এমন সময় এক সাগরেদ আসল এবং বলল- স্যার গেটে অনেক বস্তিবাসি ভীড় করেছে তাদের না কি অনেক আর্জি আছে, তখন নেতার বাণী- ওরা গরিব, ওরা চাষা তোরাতো সব আমার পোষা, তাড়াতাড়ি ওদের খ্যাদা গুলি করে কর ছ্যাঁদা। এরপর নেতার মাতলামিতে বেরিয়ে আসে আসল ঘটনা রিকশা ছেড়ে ধরছি গাড়ি গুলশানেতে দামি বাড়ি, বাড়ির সামনে লনটা ফাঁকা ঐখানেতে করছি পাকা। মাসে মাসে বিদেশ ভ্রমণ বৈশাখ-জ্যৈষ্ঠ-আষাঢ়-শ্রাবণ, অতি ব্যস্ত, সময় যে নাই মাঝে মাঝে পার্টিতে যাই। এলাকায় না কি বাড়ছে চুরি! খুন-ধর্ষন হবে কুড়ি, জনগনে দিছে চিঠি ধুর্! আমার আছে সিকিউরিটি।

আমি এখন বনের রাজা প্রজাদের দিব সাজা, ভোটের আগে মূলো ঝুলায় ৫ বছরের মগজ ধোলায়। আমি এখন বিরাট ধনী সুইস ব্যাংকে রাখছি টাকা, বছরে মাত্র ১০ বার ট্যুর ঢাকা টু প্যারিস, প্যারিস টু ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।