আমাদের কথা খুঁজে নিন

   

নীতিমালা!!!

বুঝিনা!!! কাদের সিদ্দিকী যখন দিগন্ত টিভিতে গিয়ে আওয়ামীলীগের সমালোচনা করেন তখন হানাদারদের দোসর কিছু ডাইরেক্ট কুত্তা আর কিছু ইনডাইরেক্ট কুত্তাদের মুখে উনি প্রথমবারের মতো 'বীর মুক্তিযোদ্ধা' হোন। ওরা বললেই কি আর না বললেই কি, কাদের সিদ্দিকি সারা জীবনই বীর মুক্তিযোদ্ধা। ইমরান এইচ সরকার যখন আওয়ামীলীগের (ছাত্রলীগের) সমালোচনা করে তখনই এরা প্রথমবারের মতো 'গণজাগরণ মঞ্চ' পজেটিভলী উচ্চারণ করে। কোনটা বড়? কাদের সিদ্দিকি? ইমরান? না-কি তাদের নীতি। মানুষ নীতি বদলাইলে ব্যক্তির সমালোচনা করে।

অর্থাৎ বিচারের মানদণ্ড হচ্ছে নীতি। আর এদের কাছে বিচারের মানদণ্ড হচ্ছে আওয়ামীলীগ। আওয়ামীলীগের পক্ষে বললে যার নীতি 'বেটিক', আওয়ামীলীগের বিপক্ষে বললে তার নীতিই সঠিক। এর তাজা উদাহরণ হল ঘোর গণজাগরণ মঞ্চ বিরোধী এইসব 'কু'শিক্ষিতদের মুখে গণজাগরণ মঞ্চের জন্য দরদ উছলে পড়া। আওয়ামীলীগ যখন এই নীতি বদলের কারণে একজন ব্যক্তি কাদের সিদ্দিকির সমালোচনা করতো তখনো দেখতাম একজন 'বীর মুক্তিযোদ্ধা' কাদের সিদ্দিকির জন্য এদের দরদ উছলে পড়তো।

অথচ ব্যক্তিগত এবং সাংগঠনিক, কোনভাবেই এরা এদেশের স্বাধীনতাকে স্বীকার করেনা, একজন মুক্তিযোদ্ধাকে স্বীকার করবে দুরের কথা। ভাল মন্দ বিচারের মানদণ্ড হিসেবে আওয়ামীলীগকে বেঁছে নিয়ে এরাই প্রমান করে দিয়েছে, এদেশে আওয়ামীলীগ কত বড় প্রতিষ্ঠান। আমার এ লেখার উদ্দেশ্য কোন দলের পক্ষে সাফাই গাওয়া নয়। দেখা যাক এইবার ইমরান 'আস্তিক' হয় কি না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.