আমাদের কথা খুঁজে নিন

   

হাবু মামার বোলোগ থেইকা

মোর চেন্তা, চেতনা আর অবিগ্যতা ...

হাবিব মামার ব্লগ থিকা গণতান্ত্রিক সমাজে সুস্থ বিতর্ককে সব সময়ই স্বাগত জানানো হয় এবং জানানো উচিত। সুস্থ সমালোচনা মানুষকে বা কোনো প্রতিষ্ঠানকে ত্রুটিমুক্ত হতে সাহায্য করে। আবার হিংসার বশবতর্ী হয়ে উদ্দেশ্যমূলক মিথ্যা সমালোচনা হলে সমালোচকরা মানুষের সন্দেহভাজন ও নিন্দাভাজন হতে পারেন। তাই সুস্থ সমালোচনা সবারই কাম্য। কিন্তু অকারণ সমালোচনা হলে যিনি সমালোচনা করেন এবং যার সমালোচনা হয়, উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হয়।

অকারণ সমালোচনা মানুষকে বিভ্রান্ত করে। তবে এও সত্য, বার বার মানুষকে বোকা বানানো যায় না। একসময় অকারণ সমালোচনার সব জারিজুরি ফাঁস হয়ে পড়ে। সমালোচকদের উদ্দেশ্য সমপর্কে মানুষ অবহিত হয়। এমন সমালোচনা প্রকৃতপক্ষে নিন্দার পর্যায়েই পড়ে।

সে ক্ষেত্রে এ ধরনের সমালোচনাকারীরা নিন্দুক হিসেবেই চিনহিত হতে পারেন। আর যে ব্যক্তি বা প্রতিষ্ঠান অকারণে সমালোচনার শিকার হয়, তারা বা সেই প্রতিষ্ঠান সাধারণ মানুষের কাছে হেয়প্রতিপন্ন হয়। এমন পরিস্থিতি কতটা দুর্ভাগ্যের, ভুক্তভোগীরাই শুধু তা উপলব্ধি করতে পারেন। ভুলত্রুটি নিয়েই মানুষ ও মানুষের প্রতিষ্ঠান। তবে ভুলের পৃষ্ঠপোষকতা ও লালন যদি করা হয়, তবেই সর্বনাশ।

ভুল থেকে শিক্ষা নিয়ে শুদ্ধ ভবিষ্যৎ নির্মাণ করতে হবে। আর বলতে হবে কবির ভাষা "তোমার পতাকা যারে দাও, তারে বহিবারে দাও শক্তি"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।