আমাদের কথা খুঁজে নিন

   

রাজাকারী ব্লগে কি-বোর্ড বিরতি শুরু (এই পোস্টে রাজাকারদের বিরুদ্ধে যেকোন গালিকে সাদরে গ্রহণ করা হবে)



এ ব্লগে আমার বিচরণ বেশি দিনের নয়, ব্লগে অল্প কয়েকদিনের বিচরণেই অনেকের সাথে ডিবেট, বিভিন্ন জনের নানা মত এসবকে ভালোই এনজয় করতাম। সেই সাথে ব্লগে রাজাকারদের আস্ফালন, তাদের আস্পর্ধা এবং ব্লগ কর্তৃপক্ষের রাজাকার তোষণের নীতি দেখে ব্যথিত, রাগান্বিত ও ক্ষুব্ধ হতাম। সাথে সাথে রাজাকারদের নিয়ে অধিকাংশ ব্লগারের নিরন্তর ফাইট আমাকে এই ব্লগ ছাড়তে দেয়নি। গত দুদিন এখানে ঢু মারতে পারিনি। আজ এসে দেখি বেশ কয়েকজনকে ব্যান করা হয়েছে।

কর্তৃপক্ষ একটা নোটিশবোর্ড-ও ঝুলিয়ে রেখেছেন। কিছু নিয়মাবলী ব্লগারদের স্মরণ করিয়ে দিয়েছে তারা। যতখানি বুঝেছি- যাদেরকে ব্যান করা হয়েছে- তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা গালিগালাজ করে, তারা ফ্লাডিং করে..... ইত্যাদি। আমি নিজে গালির চেয়ে যুক্তির উপর নির্ভর করি সবসময়; কিন্তু এখানে শুধু নয় সর্বক্ষেত্রেই রাজাকার-শিবিরদের বিরুদ্ধে যেকোন গালিগালাজকে সাপোর্ট করি। এবং আজকের এই পোস্টে আমি গালি দিয়েই আমার মনের ভাব প্রকাশ করবো বলে ঠিক করেছি।

প্রথমে কারণটি একটু বলে নেই। ৭১ এরও প্রায় বেশ কয়েক বছর পরে আমার জন্ম- ফলে মুক্তিযুদ্ধ নিয়ে আমার অভিজ্ঞতাও শুনে- ও পড়ে। দুটি শোনা ঘটনা বলি- ১। আমার দাদির দু'ভাইকে ধরে নিয়ে গিয়েছিল- পাক হানাদার বাহিনী রাজাকার বাহিনীর সহায়তায়। ব্রাশ ফায়ারে অনেকে মরলেও একভাই বেঁচে যায়, কেননা তিনি আগমুহুর্তেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান- তার কথা থেকেই দাদি আমাদের জানিয়েছিল- পাক বাহিনী খুন-নির্যাতনই শুধু নয়; তাদের মুখও সমানে চলতো, মালাউন-বেজন্মা-.....এর বাচ্চা এসব তো ছিল নাকি ডালভাত।

আর, তাদের সাথেকার রাজাকাররাও এসব গালিগালাজে অংশ নিত, পাক-বাহিনীর গালিগালাজে তাদের বত্রিশ দাঁত প্রদর্শন করে তাদের সমর্থন জানিয়ে দিত। ২। আমার এক বন্ধুর কাছ থেকে শোনা। তার দদাকে যখন ৭১ এ খুন করা হয় সে ঘটনার নির্মম বর্ণনা বিস্তারিত বলছি না। বন্ধুর সাথে ডিবেট করছিলাম- সে সময় আমি ওয়াসিম আকরামের খেলা পছন্দ করতাম- যদিও আমার সে সময়ে প্রিয় দল ছিল সাউথ আফ্রিকা, সে পাকিস্তান দেখলেই তার বিরোধিতা করতো।

তাকে বলেছিলাম- মুক্তিযুদ্ধের কৃতকর্মের জন্য আজও পাকিস্তানীদের ঢালাওভাবে সবাইকে দোষী সাব্যস্ত করা ঠিক না; বা খেলার মধ্যে রাজনীতিকে টেনে আনা ঠিক কি-না..... ইত্যাদি। সে উত্তরে তার দাদার ঘটনা বলেছিল। তার দাদার প্যান্ট খুলে যখন দেখলো সুন্নত করা নেই- তখন দাদার পুরুষাঙ্গে তার দিয়ে বেধে তাকে মাঠের মধ্যে টেনে-হিচড়ে ঘুরিয়ে আধমরা করে তারপরে গুলি করে মেরেছে। এটা জানিয়ে সে বলল- কিভাবে ভুলব? আমি সে ইমোশনকে শ্রদ্ধা করি। আমি মনে করি- ৭১ কে আমরা ভুলতে পারিনা।

সে নির্যাতন-অত্যাচারকে আমরা ভুলতে পারিনা। আমার মা-বোনকে পাকবাহিনীর হাতে তুলে দেয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এখানকার রাজাকার বাহিনী। কিভাবে ভুলব? তাই ওদের প্রতিহত করতে যা যা দরকার তা তা করলে কোন পাপ মনে করিনা। ->কাউকে মারা খারাপ - কিন্তু রাজাকার-শিবির মারা সোয়াবের কাজ মনে করি। ->কাউকে গালি দেয়া (যুক্তির উপর নির্ভর না করে) গাধার কাজ মনে হয়, কিন্তু রাজাকারদের গালিগালাজ করাকে বোধ-বিবেক-বুদ্ধিসম্পন্ন মানুষের কাজ বলেই মনে হয়।

->বাংলা ব্লগ - আমাদের প্রিয় সামহোয়ারইনব্লগের পরিবেশকে সুন্দর-দারুন-চমত্কার করাকে অতীব প্রয়োজন মনে করি- সে কারণে ফ্লাডিং বন্ধ করা প্রয়োজন মনে করি; কিন্তু রাজাকার মুক্ত ব্লগের দাবী যেকোন কিছুর চেয়ে জরুরি মনে হয়- এই দাবী বাস্তবায়নে ফ্লাডিং করাটাকেও জরুরি মনে হয়। তাই বিভিন্ন ফেক কারণে যেসব রাজাকার-বিরুধী বন্ধুদের ব্যান করা হয়েছে- তাদের সবার আনব্যান চাই; আনব্যান না হওয়া পর্যন্ত কি-বোর্ড বিরতিতে যাচ্ছি। এবং ব্লগ কর্তৃপক্ষের এ বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা দাবি করছি। আর আমিও আমার ব্যান দাবি করছি- আমার নিচের গালিগালাজ করার জন্যঃ জামাত-শিবির-রাজাকাররা সব মাঙ্গের পুত, তাদের চুদি- তাদের বাপ-মা-চৌদ্দগোষ্ঠীকে চুদি, এই ব্লগে যেসব রাজাকারের বাচ্চারা ফাল পাড়ে- তাদের চুদি- তাদের বাপ-মা চৌদ্দগোষ্ঠীকে চুদি, যেসব খানকী মাগীরা এই ব্লগে রাজাকারী করে বেড়ায়- তাদের জন্য গাদাম লাড়া, যেসব বাঙ্গালি মডুরা ব্লগের হিট বাড়ানোর উদ্দেশ্যে রাজাকারদের সাপোর্ট করে যায়- বিভিন্নরকম দেশদ্রোহী কথাবার্তা মুছে পর্যন্ত ফেলে না, বরং রাজাকারদের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের ব্যান করে- তাদেরকেও গাদাম লাথি ও গাদাম লাড়া........। আপডেটঃ ১০ ই জানুয়ারি, ২০০৮ রাত ২:০৩ নাস্তিকের ধর্মকথা বলেছেন: কমরেডস, আমি কি-বোর্ড বিরতির ঘোষণা দিয়েছিলাম বেশ কিছু আগে।

সে অনুযায়ি নতুন কোন পোস্ট দেইনি বা এই ইস্যুর বাইরে অন্য কোথাও কমেন্টও করিনি। তারপরেও এই ইস্যুতে আমার বক্তব্য নিয়ে বিভিন্ন পোস্টে ঢু মেরেছি- রেটিং করেছি; প্রয়োজন মনে করেই করেছি। এখন থেকে পূর্ণাঙ্গ কি-বোর্ড বিরতিতে যাচ্ছি, মানে এখনই লগ আউট করবো। আমি নিজে নিজে একটি ডেডলাইন ঠিক করেছি। সেটা হলো, ১০জানুয়ারি পুরা দিন দেখবো, এরপর রাত ১২ টার মধ্যে যদি আমাদের দাবিপূরণ না হয়, তবে এই সাইট টিতে আর কখনও ঢুকবো না।

রাত ১২ টা পর্যন্ত অবশ্য অনেকবারই এ সাইটে ঢুকে দেখব(লগ ইন না করে)- দাবি আদায় হয়েছে কি-না। আপনাদের সহযোগিতা চাচ্ছি- কোন আপডেট থাকলে আমার লাস্ট পোস্টে কমেন্ট আকারে জানান দিবেন। ১২টার মধ্যে দাবি আদায় না হলে, একটা বিদায়ি পোস্ট অবশ্য দিব- সেটা মূলত আমার মেইল আইডি জানিয়ে। কেননা, এই ব্লগের মাধ্যমে সবচেয়ে বড় অর্জন- সেটা হলো আমার বন্ধুদের- আমার সহযোদ্ধাদের পাওয়া। তাদেরকে হারাতে চাইনা।

এবং এটাও আশা করবো- সেরকম ক্ষেত্রে আমরা হয়তো নতুন কোন একটা প্লাটফর্মে যেতে পারবো- রাজাকার মুক্ত কোন এক ব্লগে। যাহোক, এই ব্লগে সবাইকে আপাতত(অথবা একেবারে) বিদায়। সাথেই আছি। সংগ্রাম চলছে, সংগ্রাম চলবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.