আমাদের কথা খুঁজে নিন

   

রেসিপিঃ রাজাকারী চেতনা

reaz.shahed@gmail.com

[ কীইইই, সব্বাই রেসিপি দিতাছে?? এই লন আমার রেসিপি। ] রেসিপিঃ রাজাকারী চেতনা উপকরণঃ ১. ৭১ চামচ জামায়াত প্রীতি। ২. শিবিরের কিছু গাইড বই, যেমন- “সহজ ইতিহাস বিকৃতি শিক্ষা”, “রগ দেখে যায় চেনা”, “বিশ্ববিদ্যালয় দখল তরিকা” ইত্যাদি। ৩. বিভিন্ন প্রকার ওয়াজের কয়েকটি সিডি/ডিভিডি/ব্লু রে ডিস্ক, যেমন- জঙ্গী ওয়াজ, অশ্লীল ওয়াজ, ২৮অক্টোবরের ওয়াজ ইত্যাদি। ৪. বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রগ থেকে প্রাপ্ত কয়েক লিটার রক্ত।

৫. এক মুঠো আমেরিকা এবং দুই মুঠো ভারতবিদ্বেষ (সিচুয়েশন বুঝে যোগ করতে হবে, সিচুয়েশন পক্ষে না থাকলে যোগ না করা উত্তম)। ৬. জননেত্রী শেখ হাসিনা ও দেশনেত্রী খালেদা জিয়ার পরিধেয় ব্লাউজের সঠিক মাপ (এটাও সিচুয়েশন বুঝে; মানে যখন যেই ব্লাউজের তলে ঢোকা যায় আরকি )। ৭. তথাকথিত সুশীল উপাধিধারী ব্যক্তিবর্গের সৌজন্যে প্রাপ্ত সার্টিফিকেট। ৮. সৌদি (এবং আরো কিছু দেশের) অর্থ সাহায্য। ঐ মিয়া ট্যাকা না থাকলে রেসিপি রানবো ক্যামতে? ৯. আর্মিদের দালালী (আহমাদ মোস্তফা কামালের অনুরোধে সংযোজিত; নিচে মন্তব্য দেখুন)।

প্রস্তুত প্রণালীঃ ১. প্রস্তুত প্রণালী খুব সোজা, তবে কিছুটা সময়সাপেক্ষ, এইজন্য ধৈর্য বজায় রাখা আবশ্যক। ২. এই রেসিপি কোনো সাধারণ পাত্রে রান্না হয়না; প্রথমে খুঁজেপেতে এমন কিছু মাথা যোগাড় করতে হবে যেগুলোতে এই রাজাকারী চেতনা রান্না করা সহজ। বলে রাখা ভালো যে, এধরনের মাথা বেশিরভাগ পাওয়া যাবে বিভিন্ন মাদ্রাসা (আরবী বা ইংলিশ দুই মিডিয়ামই হতে পারে), ক্যান্টনমেন্ট, কিছু বিশ্ববিদ্যালয় এবং সরকারী-বেসরকারী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে। ইদানিং ব্লগসাইটগুলোতেও এধরনের মাথার দেখা মিলছে। ৩. এখন প্রথমেই মাথাগুলোয় ৭ নম্বর উপকরণটা একবারে ঢেলে দিতে হবে।

এর ফলে মাথাগুলোতে বাকী উপকরণগুলো ঢালার মতো পরিবেশ তৈরি হবে। ৪. এরপর পর্যায়ক্রমে বাদবাকী উপকরণগুলো পরিমাণমতো মেশাতে হবে। কোনো চুলার আগুন দরকার নাই, মানব(নাকি ছাগল?)মস্তিষ্কের স্বাভাবিক তাপমাত্রায়ই এই রেসিপি রান্না করা যায়। ৫. ৫ এবং ৬ নম্বর উপকরণ মেশানোর ক্ষেত্রে বাড়তি সাবধানতা অবলম্বন করতে হবে। এখানটায় উলটাপালটা হলে রেসিপির কোনো স্বাদই পাওয়া যাবেনা।

পরিবেশনঃ সামহোয়ারইনব্লগে এই রেসিপিটি চমৎকারভাবে পরিবেশিত আছে, দেখে নিন । সতর্কতাঃ তয় সাবধান! এই রেসিপিতে যদি ভুলেভালে একটা ফোঁটা শেখ মুজিবও পড়ে, তাইলে কইলাম সব বরবাদ; লুঙ্গি (বা শাড়ি) উচকায়া পলানো ছাড়া গতি নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.