আমাদের কথা খুঁজে নিন

   

সাংবাদিক ও সংবাদপত্র



২০০৭ সালে সাংবাদিকেরা কি পেলো। উত্তর হলো, একটি টিভি চ্যানেল ও একটি সংবাদপত্র বন্ধ হলো। চ্যানেলটির নাম সিএসবি আর পত্রিকা টির নাম আজকের কাগজ। আজকের কাগজ ছিল বেশ পুরনো পত্রিকা। বর্তমানে যারা বিভিন্ন পত্রিকার বড় বড় পদে আছেন, তাদের অনেকেই একসময় ওই দৈনিকটিতে কাজ করেছেন।

আর সিএসবি ছিল এ দেশের ইলেক্ট্রনিক মিডিয়ায় আধুনিকতার সর্বশেষ সংস্করণ। এত ভালো একটা নিউজ চ্যানেল সরকার বন্ধ করে দিলো। এক বছরে বেকার হয়েছেন প্রায় দেড় হাজার সাংবাদিক-কর্মচারী। আচ্ছা, সাংবাদিকদেরও পরিবার-পরিজন আছে। তাদেরও তো টাকা লাগে।

যারা বেকার হয়েছেন, পরিবার নিয়ে এখন তারা কিভাবে আছেন, তা কি জানেন ব্যারিস্টার মইনুল হোসেন। আমার দেশ, সংবাদ, দিনকাল, যায়যায়দিন পত্রিকার সাংবাদিকেরা বেতন পান না তিন থেকে ছয় মাস। কিভাবে চলছে তাদের পরিবার? জরুরি অবস্থার সবচেয়ে বড় শিকার এদেশের সাংবাদিকেরা। সাংবাদিকদের জন্য বছরের সবচেয়ে বড় প্রহসন ওয়েজবোর্ড। এমন একটি ওয়েজবোর্ড করা হলো, যা বাস্তবায়ন হলে বেতন আরও কমে যায়।

সাংবাদিকদের আন্দোলনের প্রেক্ষিতে সরকার ওয়েজবোর্ড রিভিউ করবে বলেছে। কিন্তু কমিটি এখনও গঠন করা হয়নি। কবে কমিটি হবে, কবে তারা প্রতিবেদন দেবে, আর কবে সরকার পাশ করবে? এ অপেক্ষা কত দিনের? সাংবাদিককেরা রাষ্ট্রের শত্রু নয়, তারা দেশ ও জনগণের বন্ধু। তারা গনতন্ত্র চান।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.