আমাদের কথা খুঁজে নিন

   

বিবাহ এমন একটা অভিজ্ঞতা, যার জন্য অনভিজ্ঞরা ব্যাকুল এবং অভিজ্ঞরা সারাজীবন অনুশোচনা করতে করতে কাটিয়ে দেয়!!

প্রশ্ন ১- আচ্ছা বিবাহ বলতে কি বোঝেন? - বিবাহ এমন একটা অভিজ্ঞতা, যার জন্য অনভিজ্ঞরা ব্যাকুল এবং অভিজ্ঞরা সারাজীবন অনুশোচনা করতে করতে কাটিয়ে দেয়! প্রশ্ন২ - তার মানে বিবাহের প্রথম ধাপ হচ্ছে............? - একটি ভুল সিদ্ধান্ত। প্রশ্ন৩ - আচ্ছা একটা মানুষ কখন বিয়ে করে? - যখন তার বুদ্ধি লোপ পায়। !! প্রশ্ন৪ - আচ্ছা এ্যারেঞ্জ ম্যা্রেজ আর প্রেমের বিয়ের পার্থক্য...কি? - ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা আর গলায় দড়ি ...দিয়ে আত্মহত্যা। ! প্রশ্ন৫ - অনেকে বলে প্রেম করলে বোকা হয় আর বিয়ে করলে? - আফসোস হয়। ! প্রশ্ন৬ - অনেকে আরও বলে ছেলেরা বিয়ে করলে গাধা হয়? - আর মেয়েরা সেই গাধা চরায়।

প্রশ্ন৭ - ইচ্ছা থাকলে ও আমরা ছেলেরা যা করত পারিনা? - দ্বিতীয় বিয়ে। প্রশ্ন৮ - মেয়েকে বিয়ে দিলে পরের হয় আর ছেলেকে বিয়ে দিলে? - পরের হয়। প্রশ্ন৯ - বিয়ের দিন বর হাসি খুসি থাকে,কিন্তু কনে কাঁদে কেন? - কারন ২ জনেই কাজটা শেষবারের মত করে। প্রশ্ন১০ - বিয়ের আগে দু’জন দু’জনকে ভালবাসে আরবিয়ের পর? - দু’জন দু’জনকে ভালবাসারচেষ্টা করে। প্রশ্ন১১ - যখন ছেলেরা মেয়েদের উত্যক্ত করে তাকে ইভ টিজিং বলে।

আর যখন মেয়েরা ছেলেদের উত্যক্ত করে? - তাকে সংসার বলে। !!!! প্রশ্ন১২ - কোন দুজন মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই এক মত হতে পারে না? - স্বামী আর স্ত্রী। প্রশ্ন১৩- কোন সময় ছেলেরা মেয়েদের কখনও চিন্তে পারে না? - বিয়ের আগে ও বিয়ের পরে। প্রশ্ন১৪ - কেউ কেউ চাকরির ক্ষেত্রে শুধু বিবাহিতদের চাকরি দেন কেন? - কারন শুধু বিবাহিতরাই গালাগাল শুনে চাকরি ছাড়ে না। প্রশ্ন১৫- সবশেষে কি দাড়ায়? - বিয়ে হল ভালোবাসার পরিসমাপ্তি।

!!!! ফেবু থেকে দিলাম ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।