আমাদের কথা খুঁজে নিন

   

আমায় গেঁথে দাওনা মাগো একটা পলাশ ফুলের মালা

আমায় গেঁথে দাওনা মাগো একটা পলাশ ফুলের মালা আমি জনম জনম রাখব ধরে ভাই হারানোর জ্বালা আসি বলে আমায় ফেলে সেই যে গেল ভাই তিন ভুবনের কোথায় গেলে ভাইয়ের দেখা পাই দেবো তারই সমাধিতে আমি তোমরা হাতের মালা ভাই হারানোর জ্বালা তারই শোকে কোকিল ডাকে ফোটে বনের ফুল ফুল পাবনের মধুর তিথী কেঁদে হয় আকুল আজও তারই স্মরন করে সবাই সাজাই ফুলের ডালা ভাই হারানোর জ্বালা আমায় গেঁথে দাওনা মাগো একটা পলাশ ফুলের মালা আমি জনম জনম রাখব ধরে ভাই হারানোর জ্বালা

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।