আমাদের কথা খুঁজে নিন

   

কুত্তা কুত্তা.........................

আমি এপোলো আমার গ্রামের পড়ালেখা এস এস সি পর্যন্ত। তারপর চলে আসলাম উপজেলাতে ফ্যামিলি সহ। বেকার সময় তাই একটা টিউশনি জোগাড় করলাম। আমাদের পরের বিল্ডিং এ যেতে হতো পড়াতে। প্রথমদিন গেলাম ছাত্রী কে পড়াতে।

সহজভাবে কোন কিছু নিতে আমার কস্ট হয়। যেহেতু প্রথমদিন তাই খুব অস্বস্তি বোধ করছিলাম। যা হোক প্রথমে অংক বই নিয়ে ২-১ টা অংক করালাম। হঠাৎ পাশের রুম থেকে কুত্তা কুত্তা করে কারো চিৎকার শোনলাম। আমার এই একটা ব্যাপারে খুব ভয়।

কি করব বুঝতে পারছিলাম না। ওদিকে তখনো ডাক পড়ছিলো। আমি আর কিছু ভাবতে না পেরে দিলাম ভোঁ-দৌড়। পরদিন আন্টি(ছাত্রীর মা) গেল দেখতে কি হয়েছে। আমি খুলে বললাম।

তিনি শুনে তো ভীষন ভাবে হাসতে লাগলেন। পরে শোনলাম ছাত্রীর মা জিঙ্গেস করছিল ফ্রীজে রাখা নারিকেল গুড়া কে খেয়েছে? আর ছাত্রীর ছোট বোন বলেছিল কুত্তা কুত্তা (খেয়েছে) । (উল্লেখ্য ছাত্রীর নাম ছিল মুক্তা, তার ছোট বোন দুষ্টুমি করে ডাকতো কুত্ত। ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।