ভস্ম হই। মৃত্যুর চুমু আমার কপোল ছুঁয়ে যায়। বেঁচে উঠি আবার। নতুন দিনের আশায়। বেঁচে উঠি বারবার।
সারাদিন ল্যাবে কাজ করে বাড়ি ফিরেছি আট/সাড়ে আটটার দিকে। ফিরে গোসল করে প্রজেক্টের কাজ করার জন্য পোলিশ ছেলে ক্রিস্তফের বাড়ি গেলাম রাত দশটায়। ব্যাটার একটা কুকুর আছে। আমারে জিগাইল তোমার কুকুরে সমস্যা নাই তো?
কুকুরে সমস্যা আমার নাই। কিন্তু ছাইড়্যা দেয়ার পর আমার কাছে আইস্যা শুরু করল চাটা চাটি।
চাইট্যা আমার দুইহাত আর দুই পা চ্যাট্চ্যাটা বানায় দিল। কি আর করুম হাসি মুখে কইলাম, সী রিয়্যালী লাইকস মি!
গা ঘিনঘিন করতে করতে আইসা পারলে আরেকবার গোসল দেই। নেহায়েত ঠান্ডা পড়ছে বইলা গোসলে গেলাম না। সেই থেইক্যা ঘিনঘিন ভাবটা যায় নাই।
আজো শালার বাঙ্গালীই থাইক্যা গেলাম...
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।