এই পৃথিবীতে শুধুমাত্র দুই রকমের মানুষ আছে। ভালো মানুষ যারা ভালো কাজ করে। আর খারাপ মানুষ যারা খারাপ কাজ করে। এটাই মানুষদের মধ্যে একমাত্র পার্থক্য। আর কোন পার্থক্য নেই... আমি ভাল মানুষ...☺☺☺
মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)-এর জীবনী (মদীনায় হিজরত করার পর)-১-এর পর থেকে।
ইসলামের ইতিহাসে মদীনার সনদের গুরুত্ব অপরিসীম। এ সনদের কারণে মদীনাবাসীদের হিংসা, বিদ্বেষ ও কলহের অবসান হল এবং তারা ঐক্যবদ্ধ হল। মদীনার নিরাপত্তা ও নিজেদের মধ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তারা দৃঢ় প্রতিজ্ঞা করল। এ সনদের ফলে মুসলমান ও অমুসলমানের মধ্যে এক অপুর্ব সম্প্রীতির সম্পর্ক গড়ে উঠলো। জানমালের নিরাপত্তা সুনিশ্চিত হল।
নিজ নিজ ধর্ম পালনের অধিকার প্রতিষ্ঠিত হল। মোট কথা, মদীনার সনদের দ্বারা একটি সুখি, শান্তিময়, কল্যাণকর ও আদর্শ ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন হল।
মদীনায় ইসলামের উত্তরোত্তর উন্নতি দেখে কুরাইশরা ঈর্ষাণ্বিত হয়ে পড়ে। সর্বশেষে তারা মহানবী (স) ও ইসলামকে ধ্বংস করার জন্য মদীনা আক্রমণের চেষ্টা চালায়। এ যুদ্ধের জন্য তারা বিরাট আয়োজন করে।
কুরাইশরা এক হাজার সৈন্য নিয়ে মদীনা থেকে ৮০ মাইল দক্ষিণ-পশ্চিমে বদর প্রান্তরে উপস্থিত হয়। মহানবী (স) মদীনা আক্রমণের আশংকায় প্রায় অস্ত্রসস্ত্রবিহীন অবস্থায় মাত্র ৩১৩জন সৈন্য নিয়ে কুরাইশ বাহিনীকে প্রতিরোধ করার জন্য বদর প্রান্তরে উপস্থিত হন। দ্বিতীয় হিজরি সনের ১৭ই রমযান মোতাবেক ৬২৪ খ্রিস্টাব্দের ১৩ই মার্চ বদর প্রান্তরে উভয় দলের মধ্যে যুদ্ধ শুরু হয়। মহানবী (স) এর অনুসারী সাহাবীগন ঈমানের বলে বলিয়ান হয়ে আল্লাহর ওপর ভরসা রেখে যুদ্ধে লিপ্ত হয়।
আল্লাহর রহমতে মুসলমানগণ যুদ্ধে বিজয় লাভ করে।
কুরাইশদের নেতf আবু জাহল, ইতবা, শাইবা প্রমুখ শীর্ষস্থানীয় নেতাসহ কাফেরদের ৭০ জন সৈন্য নিহত হয় এবং মুসলমানদের হাতে ৭০ জন বন্দী হয়। অন্যদিকে মুসলমানদের মাত্র ১৪জন সৈন্য শাহাদাতবরণ করেন।
বদর যুদ্ধ ইসলামের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা। এটা ছিল সত্যের সাথে মিথ্যার, হকের সাথে বাতিলের লড়াই। এর ফলে আরব মুল্লুকে ইসলামের বিজয়ের কথা ছড়িয়ে পড়ে।
ইসলাম একটি অপরাজেয় শক্তি হিসেবে আবির্ভূত হয়। এ যুদ্ধের ফলে মুসলমানদের মনে অত্যধিক সাহস, উদ্দীপনা ও আত্মবিশ্বাস জন্মে। একমাত্র সৈন্য সংখ্যা যুদ্ধের ভাগ্য নির্ধারণ করে, এটা যে ভ্রান্ত ধারণা, এ যুদ্ধে তা প্রমাণিত হল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।