আমাদের কথা খুঁজে নিন

   

সুখের চাবি

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

সুখের চাবি তোমার দেয়া কষ্ট সয়ে, দিনকে দিন যাচ্ছি ক্ষয়ে; মনের ঘরে রোগের বাস, জ্বালিয়ে খায় বারোমাস। তোমার কথা পড়লে মনে, অশ্রু ভাসে চোখের কোণে; সব সয়ে হৃদয় শুষ্ক মরু, মৃতপ্রায় এক বৃক্ষতরু। যতই ভাবি ভুলবো তোমায়, মনটা কেমন দেয়না সায়; না ভুলে সে নতুন করে, তোমার স্মৃতি আঁকড়ে ধরে। এ কোন জ্বালা ভালবাসায়, বর্ষা রাতে মনকে কাঁদায়; একলা ঘরে তোমায় ভাবি, তুমি যে আমার সুখের চাবি। (পুরোনো খাতার পাতা থেকে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।