সেরে ওঠো বন্ধু ।
আজ বিছানায় শুয়ে তুমি ছটফট কোরছো এই কর্মমুখর পৃথিবীর জন্য
আর এই পৃথিবীও যেন অপেক্ষা করছে কখন তুমি ফিরে আসবে তার বুকে,
জীবন ঢেউএ ঝাঁপ দেবে তুমি কতক্ষনে।
সময় সময়ের মত ছুটছে,
আর তোমার সময় থেমে আছে যেন বদ্ধ জলাশয়ের মত,
তুমি যেন কচুরীপানারে মত স্থির হয়ে তাতে।
তোমার হৃদয় যেন এখন শুন্য হয়ে আছে,
দমকা হাওয়ার জন্য অস্থির,
ছুটে আসুক জীবনবাতাস কালবৈশাখীর মত
আর তুমি উঠে বস একবার সবুজ গাছেদের সাথে
আর একবার স্থান দাও পাখীদের তোমার অই বুকে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।